গুরু মহাশয়
.jpg)
ভালবাসি মিষ্টি ভাষি
মোঃ আরিফ হোসেন
ভালবাসা বলে কিছু আছে কিনা জানিনা। যদি ভালবাসা বলে কিছু থাকত তাহলে তো কেউ না কেউ ভালবাসত।আজ আমাকে কেউই ভালবাসেনি।গতকাল একজন ভালবেসেছিল সেও কোথায় হারিয়ে গেছে তার কোন ঠিক ঠিকানা নাই।
ভালবাসার সাগরে নাকি অনেক পানি। ঠিক করেছি একদিন ভাল করে ডুব দিব। তাতে যদি কিছু পানি গায়ে লাগে। শুনেছি একদিন একজন ডুব দিয়ে কোথায় হারিয়ে গেল তার কোন হদিস পাওয়া যায়নি।এরপর একদিন এক জায়গায় ভেসে উঠল যেথায় কোন পানি ছিলনা।
ভালবাসা নাকি কয়েক রূপে ধরা দেয় : ভূত, পেত্নি, অজগর, আরও কত কি।আমার কাছে যে রূপেই ধরা দেক আমি তাকে জেঁতে ধরব তাতে যদি সে মানুষ হয়।
ভালবাসা নাকি খালি কলসির মধ্যে থাকতে চায়না, ভরা কলসির মধ্যে রাখতে হয়। আমাকে আজ পর্যন্ত কেউ ভালবাসলনা তানাহলে তাকে ভরা কলসির মধ্যে ভরে রাখতাম, দেখতাম সে কতক্ষণ থাকতে পারে। কথায় আছেনা, যার যেখানে আশ্রয়!
ভালবাসা নাকি হাঁটতে হাঁটতে খায়, হাঁটতে হাঁটতে পায়খানা করে। আমাকে আজ পর্যন্ত কেউ ভালবাসলনা।যদি ভালবাসত তাকে আমি হাঁটতে দিতাম, দেখতাম কতক্ষণ পায়খানা করতে পারে । হাঁটতে হাঁটতে খেয়ে পায়খানা করলে সমস্যা কি!
ভালবাসার নাকি হাত, পা, ঠ্যাং, বইর কিছুই নেই।শুধু দাঁত আছে। দাঁত দিয়ে সারাক্ষণ জাবর কাটে। আমাকে কেউ ভালবাসলনা, ভালবাসলে তাকে কিছু গোবর সামনে দিয়ে বলতাম, এবার ভাল করে জাবর কাট!
ভালবাসার নাকি এদেশে কোন জায়গা নেই, সব জায়গা বিদেশে।আমাকে আজ পর্যন্ত কেউ ভালবাসলনা, ভালবাসলে তাকে বিদেশে কিছু জায়গা কিনে দিতাম, বলতাম এখানে থাক আর যত পারস জায়গার মালিক হ।
ভালবাসা নাকি হাসে, খেলে, গায়, পস্রাব করে !আজ পর্যন্ত কেউ ভালবাসলনা, তাহলে কিভাবে বুঝব সে পস্রাব করে!
যদি এমন হত ভালবাসা একদিন এসে বলল, এই আমি তোকে ভালবাসি এখন যত পারস নে।আমি এমনভাবে নিতাম যেন ভালবাসার কিছু বাকী না থাকে।
আসলে কি ভালবাসা আসবে? মনে হয় না! তাহলে সে হাসেনা কেন! একটুও হাসেনা!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete