গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

চিঠি


 চিঠি 

মোঃ আরিফ হোসেন 

                            

চিঠি, ভালবাসার আরেক নাম

তোমাকে একটি চিঠি পাঠিয়েছি গতকাল আজ আবার একটি চিঠি পাঠাচ্ছি। কারন তুমি চিঠির উত্তর দাওনা।গতকালেরটিতে কি লিখেছি জানিনা, তবে আজ বলছি আমি তোমাকে ভালবাসি।তোমাকে যদি  ভাল না বাসতাম আমার জন্ম হতনা।

তোমাকে ভালবাসি কিনা জানতে চেয়েছি বনের পাখির কাছে, উত্তর দেয়নি, তুমি উত্তর দিয়ো। তুমি যদি বনের পাখি হবে সেদিন কেন জন্ম নিয়েছিলে যেদিন পাখি নিরব ছিল? কাজেই তুমি উত্তর দিয়ো।তোমার উত্তর এর আশায় রইলাম।

বনের পাখি কত কথা কয়! অথচ সেদিন কোন কথাই বলেনি! তাহলে তুমি বনের পাখি হতে যাবে কেন? তুমি আমার চিঠির উত্তর দিয়ো! সে চিঠিতে লিখো, আমি তোমাকে ভালবাসি, সামনে তিনটি তীর চিহ্ন দিয়ো।তীর চিহ্নের দ্বারা আমি বুঝে নেব তুমি আমাকে ভালবাস।

তোমার সাথে কত কথাই হয়! শুধু তুমি আমার চিঠির উত্তর দেবেনা- এটা কি হয়? তুমি আমাকে বোলো আমি তোমাকে কত' ভালবাসি।

সে চিঠির পাশে আরেক চিঠি রেখো যে চিঠিতে লেখা থাকবে আমি তোমাকে ভালবাসি। তাহলে ভালবাসার গভীরতা বুঝা যাবে! ভালবাসা কি জিনিস আমি আজও বুঝলামনা!  সে চিঠি দেখে বুঝে নিব!

চিঠি লিখতে কত কি লাগে!  তার একটি বিষয় তুমি চিঠির পাশে জমা কোরো।তাহলে চিঠির গভীরতা বুঝা যাবে!

চিঠি লিখতে লিখতে যদি ঝিমিয়ে পড় মনে কোরো, আমি একজন তোমাকে ভালবাসি যে ভালবাসার গভীরতা মাপ, ইঞ্চি দিয়ে পরিমাপ করা যাবেনা।শুধু মনে কোরো আমি তোমাকে ভালবাসি! 

এই পৃথিবীতে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর ফুল গোলাপ।সে ফুলও আমি তোমাকে দিয়েছিলাম।কিন্তু তুমি আমাকে ভালবাসনি।আজ সে ভালবাসা স্মরণ কোরো!

ভালবাসা কত রঙে হাজির হয়।আজ হাজির হবে সবচেয়ে সুন্দর রঙে।তুমি সে ভালবাসা স্মরণ কোরো! 

ভালবাসার নামে চিঠি লিখে গঙ্গা সাগরে ভাসিয়ে দিয়ো তাতে যদি চিঠি আমার কাছে আসে!  আমি গঙ্গা সাগর বড় বেশি ভালবাসি!

আজ পর্যন্ত কত জনে কত চিঠি লিখলাম কেউ উত্তর দেয়নি।তুমি দিয়ো। কারন তুমি আমার সবচেয়ে সুন্দর ভালবাসা! 

হে আমার ভালবাসা আর কত রাত জাগবে?  এবার উঠ, ঘুম পাড়-এ কথা যেন চিঠিতে লেখা থাকে!

চিঠির প্রতি পরতে পরতে ভালবাসার চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়ো তুমি আমাকে কত' ভালবাস!

চিঠি চিঠি নয়, মানব দলিল -এ কথা মনে রেখো!-

আমি তোমার সবচেয়ে সুন্দর চিঠির অপেক্ষায় রইলাম!

চিঠি যদি না আসে বলব, তুমি চিঠি পাঠাওনি, উড়ে গেছে আকাশে! 

হে আমার চিঠি তুমি চিঠি পাঠিয়ো!

চিঠি যদি না আসে বলব চিঠি উড়ে গেছে আকাশে, পৌঁছায়নি আমার কাছে! 



Comments

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)