গুরু মহাশয়
.jpg)
আল্লাহ তুমি আছ
মোঃ আরিফ হোসেন
আল্লাহ তুমি আছ! তুমি আছ বলেই তো আমি খাই, পরি, গান গাই!আল্লাহ তোমার কোন তুলনা নাই, তাইতো আমি হাসি, খেলি, ঘুম যাই!
আল্লাহ তুমি আছ বলেই আমি এদেশের কথা অন্য দেশ গিয়ে বলি!
আল্লাহ তুমি আছ এ কথা আমি জানি। কিন্তু কোথায় আছ, একবার যদি দেখা দিতে!
আল্লাহ যেখানেই যাই তোমার কথা মনে পড়ে, কেবলই মনে হয় তুমি যদি দেখা দিতে!
তুমি দেখা দিবে কি? যদি না দেখা দাও আমি আর থাকবনা এই ভবের বুকে!
কতদিন কতরাত তোমার ধ্যানে মগ্ন ছিলাম, তুমি দেখা দিলেনা!তুমি দেখা দিবে বলেই কি আমি রাশমণি পাহাড়ের কাছে সাড়ে তিন রাত বিনিদ্র ছিলাম! কবে দেখা দিবে? একবার দেখা দাও!
তোমার দেখা পাব বলেই কি আমি জন্মেছিলাম সুদূর জঙ্গলে, সেখান থেকে পাহাড়ে, পাহাড় থেকে পাহাড়ের গুহায়।! আজও দেখা দিলেনা!হায় কি হবে!
আল্লাহ তুমি একজন অদ্বিতীয় অসীম -তা কি আমি মানিনা? মানি বলেই তো তোমার নামে মালা গেঁথে পথ চেয়ে বসে আছি! তুমি দেখা দিলেনা, হায় হায় কি হবে!
আল্লাহ তুমি আছ বলেই তো গরু ঘাস খায়, মানুষ নিদ্রা যায়, ফুলপাখিরা আকাশে ওড়ে!অথচ তুমি আমা' দেখা দিলেনা!
হে আল্লাহ তুমি এক অবিনীত ঈশ্বর, তোমার কোন তুলনা নেই, তুমি যা ইচ্ছা তা পার, তোমার কোন শত্রু নেই, মিত্র নেই, নেই দুর্নামী দোসর!আল্লাহ তোমার কথায় ফুল ফোটে, তোমার কথায় ফুল ঝরে যায়!হে আল্লাহ তুমি কেন এমন হলে আমা' দেখা দিলেনা!
হে আমার আল্লাহ একদিন যাব সিনাই উপদ্বীপে, দেখব সেখানে কি ফুল ফোটে, যদি দেখা দাও বলব সুন্দর ফুল ফুটছে, যদি না দেখা দাও বলব কোন ফুল ফোটেনি! আসলেই দেখা দিবে কি একবার দেখা দিয়ে জানান দাও!
আল্লাহ পৃথিবীতে কিনা হয়, ফুল ফোটে গাছের আগায়, ফুল ঝরে পড়ে গাছের নিচে, সব তোমার ইশারায়!অথচ তুমি দেখা দিলেনা, এ তোমার কেমন ইশারা!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete