গুরু মহাশয়
.jpg)
মোঃ আরিফ হোসেন
আকাশ তোমার সৃষ্টি, পাতাল তোমার সৃষ্টি, সাগর তোমার সৃষ্টি, নদী তোমার সৃষ্টি! সব তোমার সৃষ্টি, শুধু আমি তোমার সৃষ্টি নই! কারন আমি মানুষ নই! আমি যদি মানুষ হতাম তাহলে তোমার সৃষ্টি হতাম! তুমি আমাকে বল, তুমি আমাকে কি সৃষ্টি করলে আমি মানুষ নই? একবার যে মানুষ হতে ইচ্ছে করে!
তুমি আমাকে বলে দাও কোথায় গেলে মানুষ হওয়া যাবে? সে কি আফ্রিকার জঙ্গল, না সাহারা মরুভূমি না মালয় উপদ্বীপ? বলে দাও কোথায় গেলে মানুষ হওয়া যাবে! মানুষ হওয়া ব্যতিত যে কিছু ভাল লাগেনা!
মানুষ হতে হলে কি সাড়ে তিন মন বস্তা মাথায় তুলতে হবে? না আলুর বস্তা সাথে নিয়ে হাঁটতে হবে? না কদম তলীর কদম চরে সাড়ে তিন রাত কাটাতে হবে? একবার বলে দাও কি করলে মানুষ হওয়া যাবে! মানুষ হওয়ার যে বড় বেশি শখ! মানুষ হওয়া ছাড়া যে কিছু ভাল লাগেনা!
একদিন একজনকে দেখলাম সাড়ে তিন মাইল পথ হেঁটে এসে কাতরাচ্ছে, সে কি মানুষ ছিল? মানুষ হলে এতটুকু হাঁটল কিভাবে? তুমি আমাকে বলে দাও কি করলে মানুষ হওয়া যাবে! যদি হনুমান মানুষ হয় তাহলে তো সে মানুষ নয়, কারন হনুমান তো এত বেশি কাতরায়না!
তাহলে কি আফ্রিকার গুড্ডু বাবু মানুষ ছিল যে সাড়ে তিন মাইল পথ হেঁটে এসে কাতরায়নি? তুমি আমাকে বল জল হস্ত সিংহ বাবু মানুষ ছিল কিনা যে একটুও কাতরায়নি?
হায় হায় আল্লাহ এ কি করলে উত্তর দিলেনা! তাহলে কি তুমি মানুষ নও? ও সে তো আমি অনেক আগেই জেনেছি তুমি মানুষ নও! মানুষ যদি নাইবা হবে আমাকে সৃষ্টি করলে কেন?
সৃষ্টি যখন করেছ একবার উত্তর দাও কিভাবে মানুষ হওয়া যাবে?
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete