গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

হে আমার সৃষ্টিকর্তা

হে আমার সৃষ্টিকর্তা

মোঃ আরিফ হোসেন 

                   

স্রষ্টার নামে

আল্লাহ তুমি আছ!তুমি আছ আমার এ' হৃদয়ে!তুমি আছ হাটে, মাটে, বাটে, সবখানে!তুমি আছ বলেই তো আমি হাসি, গাই, ফূর্তি করি, যখন যেখানে ইচ্ছা যাই! তুমি আমাকে হাত দিয়েছ, পা দিয়েছ, চলার শক্তি দিয়েছ।এমন কিছু নাই যা দাওনি! তোমার করুনার কোন অন্ত নাই। সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়- এ তোমার দান! কাল যে ধান ক্ষেতে পাট ফলেছে, পাট ক্ষেতে ধান ফলেছে সবই তোমার ইচ্ছায়!

তোমার ইচ্ছায় হয়না এমন এমন কিছু নাই, পাহাড় ভেঙে   দরিয়া হয়ে যায়  দরিয়া ভেঙে  পাহাড় হয়ে যায়!  তোমার ইচ্ছায় ফুল ফোটে আবার তোমার ইচ্ছায় ফুল ঝরে যায়!

তুমি এক অদ্বিতীয় মহান! কি তোমার পরিচয় আমায় একবার যদি বলতে!  আমরা তোমাকে আল্লাহ, খোদা তায়ালা, রহিম রহমান বলে ডাকি! আমার মনে হয় তোমার আরও এক পরিচয় আছে সে পরিচয় তুমি মহান অদ্বিতীয় অসীম!সে পরিচয় তুমি আমার সামনে যদি বিধৃত করতে!  সে পরিচয় আছে বলেই কি কাল মাছ ধরেছিল বক্, সে মাছ পানিত' পড়ে আবার লাফাতে থাকে? তুমি অসীম রহিম রহমান বলেই কি আমি ক্ষমা পেয়েছিলাম এক' মহাসিন্ধু পাড়ি দিয়ে, সে সিন্ধুতে কোন পানি ছিলনা! তুমি অসীম ক্ষমতাধর, অসীম দয়ালু বলেই কি কাল কেউ কাউকে খুন করেনি, সবাই নামাজ পড়তে গেছে মসজিদে?

তোমার ক্ষমার শেষ নেই সে তো মোর জানা! তোমার ক্ষমা আছে বলেই  তো আমি ঘুম যাই, ঘুম পেড়ে উঠে দেখি কেউ নাই, কাঁদতে থাকি! তোমার ক্ষমা আছে বলেই কি পাখি ডাক পাড়ে, ডাক পেড়ে উঠে দেখে কেহ নাই, তারপর উড়াল দিয়ে চলে যায় সে আমায় বললেনা! 

তোমার ক্ষমা আছে বলেই কি একদিন পানিত' পড়ে দেখি হ্রদ নাই, হ্রদে পড়ে দেখি পানি নাই, হ্রদের সব পানি শুকিয়ে জল হয়ে গেছে?

তোমার ক্ষমার সীমা যদি থাকত এত পাখি একসাথে গাইতনা, গেয়ে ওঠে দূরে ঝাঁপ দিতনা! তুমি সে ক্ষমার যোগ্য আমায় করে তুললেনা! সে ক্ষমার যোগ্য করে যদি আমায় তুলতে তাহলে আজ আমার এত দুঃখ হতনা! আজ আমার আকাশ নেই, পাতাল নেই, দূরে যাওয়ার শক্তি নেই!  সে ক্ষমার যোগ্য যদি আমায় করে তুলতে আমার চোখ দিয়ে অনবরত অশ্রু বর্ষণ হতনা! তুমি আমাকে বল কি করলে তোমার সে ক্ষমার যোগ্য হওয়া যাবে? 

তুমি যদি বল গাছতলায় আশ্রয় নিতে গাছতলায় আশ্রয় নেব, তুমি যদি বল মাছতলায় আশ্রয় নিতে মাছতলায় আশ্রয় নেব! শুধু বল কি করলে তোমার সে ক্ষমার যোগ্য হওয়া যাবে? 

তোমার সে ক্ষমার যোগ্য হওয়ার জন্যই কি সাড়ে তিন দিন সাড়ে তিন রাত কাটিয়েছি হুজুরাখানায় যেথায় কোন হুজুর ছিলনা, তোমার সে ক্ষমার যোগ্য হওয়ার জন্যই কি আমার দিন কেটেছে অনাহারে আমি কারো কাছে ভিক্ষা চাইনি! তুমি আমাকে ক্ষমা কর, ক্ষমা কর তোমার দুহাত প্রসারিত করে,  যে হাত দিয়ে ক্ষমা কর নদীনালা, গাছপালা, পাহাড়পর্বত  সব কিছু!  তোমার ক্ষমা পাব বলেই কি আমি বেঁচে আছি সে আমায় বললেনা!  তুমি আমাকে ক্ষমা কর, ক্ষমা কর দুহাত প্রসারিত করে যে হাত দিয়ে ক্ষমা কর এই পৃথিবীর যাবতীয় নালায়েক!  তোমার ক্ষমার যোগ্য যে হবেনা তার ক্ষমা কোথাও নেই! কাজেই  তুমি আমাকে     ক্ষমা  কর, ক্ষমা কর  তোমার  দুহাত প্রসারিত করে,  যে হাত দিয়ে ক্ষমা কর একটি নাছোড়বান্দা! 

কবে কখন ক্ষমা করবে আমা' বল, আমি গাছতলা' যাব দেখব ফুল ফুট'ছে কিনা!

যদি ক্ষমা কর তাহলে  বলব সত্যিই তোমার ক্ষমা আছে, সে ক্ষমা অদ্বিতীয় অসীম, সে ক্ষমার কোন তুলনা নেই, সে ক্ষমা শুধু  একজনের পক্ষেই সম্ভব সে তুমি তুমি এবং শুধু তুমি!

ক্ষমা করবে কিনা বল তানাহলে বলব, তোমার আসলেই ক্ষমা নাই!

সারাক্ষণ শুধু তোমার কথা ভাবি, তোমার কথা ছাড়া এ' মনে আর কোন কথা নাই! 

আল্লাহ তুমি আছ এ কথার নাই শেষ নাই

তুমি মোরে ক্ষমা কর তোমার অসীম  দু'হাত বাড়াই!

Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)