গুরু মহাশয়
.jpg)
তোমার নাম
মোঃ আরিফ হোসেন
আমি তোমাকে ভালবাসি তুমি আমাকে ভালবাস
আমি তোমার গান গাই তুমি আমার গান গাও।
তোমাকে ভালবাসি বলেই সব সত্য: আকাশ সত্য, বাতাস সত্য, সাগর সত্য, নদী সত্য।
তুমি আছ বলেই ফুল ফোটে
তুমি আছ বলেই চাঁদ ওঠে
তুমি আছ বলেই পাখি গায়
তুমি আছ বলেই পাখি নিদ্রা যায়।
তুমি আছ তাই কেউ কোন কথা বলেনা
তুমি আছ তাই চাঁদ মুচকি হাসেনা।
তুমি আছ বলেই নদীর পাড়ে এক ঝাঁক শিয়াল বাসা নেয়
তুমি আছ বলেই সে ( কোন একজন') রাঁধে।
তুমি আছ বলেই দিনকে রাত মনে হয়, রাত' মনে হয় সূর্য
তুমি আছ বলেই সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়।
তুমি আছ বলেই ফুল হাসেনা
তুমি আছ বলেই সূর্য ' অস্তমিত ' হয়না।
তুমি আছ বলেই কেউ কোন কথা না বললে সব মনে হয় নবচর
তুমি আছ বলেই এ পৃথিবী পৃথিবী নয়, কোন এক বালুচর।
তুমি আছ বলেই ' 'সে' আর আসেনা, আমি শুধু পথ চেয়ে থাকি '
তুমি আছ বলেই 'সে' আর গান গায়না, সব গান মনে হয় মাটি।
তুমি আছ বলেই 'সে' ' 'ঘুম যায়না', 'সারাক্ষণ ঘুম যায়' '।
তুমি আছ বলেই পৃথিবীর ঐ পাড়ে সূর্য হাসে
তুমি আছ বলেই পৃথিবীর ঐ পাড়ে কে যেন কাঁদে।
তুমি আছ বলেই কিছু নেই, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই।
তুমি কেমন করে এমন হলে আমায় একবার বলবে কি?
তানাহলে আমি যাব মরি;
আমি যে তোমার জন্য মরি, বাঁচি, খেলিয়া বেড়াই।
তুমি আমার জন্য এক জ্বালা! আসলেই এক জ্বালা!
তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই!
আজ এখানেই বিদায়!
Comments
Post a Comment