গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসার নাম নিয়ে

 ভালবাসার নাম নিয়ে 

মোঃ আরিফ হোসেন 

                    

এই ফুলে বসে আছে ভ্রমর

তোমার ঘনকালো চুল। ঘনকালো চুলে হারিয়ে যায় মন।সে চুলে আর কে কে বাস করে আমার জানতে বড় ইচ্ছে করে। সে চুলে কি সাপ, বিচ্চু, কোকিলেরা বাস করে- আমায় একদিন বোলো।আমি এ নিয়ে গবেষণা করব, দেখব সাপ, বিচ্ছু কত বড়।সেগুলো কি খেয়ে বাঁচে, বিচ্ছু সাপ খায় না সাপ বিচ্চু খায়, ওখানে তো আধার নেই তাহলে কে কি খায়, না তোমার চুলে আগা খায় তোমার চুলের আগা তো অনেক বড়।

আসলে চুল নিয়ে বেশি কথা বলতে নেই, তারপরও বললাম তোমার চুল তো অনেক বড়, সে চুল নিয়ে গবেষণা করার ইচ্ছা অনেক দিনের


যাক সেগুলো এবার বল তোমার মনের খবর কি? সে মনে কে বাস করে? সে মনে কি সুরঞ্জনা বাস করে যাকে আমি ভালবাসি না অন্য কেউ, না স্বয়ং ঈশ্বর বাস করে ? যেই বাস করুক তাকে আমি ভালবাসি কারন সে তোমার মনের আরাধনা। তোমার মনের আরাধনা কি আমি ভাল না বেসে পারি?  তুমি তোমার মনের আরাধনা তোমার মনেই রেখো যাতে কোথাও হারিয়ে না যায়! মনের আরাধনা কি হারানো যায়! মনের গহীন অরণ্যে কঠিন সুতার বাঁধনে বেঁধে রেখো, " হে আমার আরাধনা এখানে তোমার বাস, তুমি এখানেই থাক"। মনের আরাধনা হারাতে নেই, মনের আরাধনা মনেই গেঁথে রাখতে হয়।মনের আরাধনা হারিয়ে গেলে মানুষ বাঁচে কি করে! 

মনের আরাধনা যদি কোন দিন সুপ্ত পথে হারিয়ে যায় সুপ্ত পথ থেকে একে টেনে তোল, যদি অন্ধকারে হারিয়ে যায় অন্ধকার থেকে একে খুঁজে বের করে মনের গহীনে  বেঁধে রেখো। মনের আরাধনা মনেই রাখতে হয়,  কখনও হারাতে নেই। 



হে আমার ভালবাসা তুমি আমার কথায় রাগ করেছ কিনা জানিনা।তবে  এখানে তো আমি সুরঞ্জনার কথাও বললাম। তুমি রাগ কোরোনা তুমি  মনের আরাধনা মনেই বেঁধে রেখো-এ আমার বিশ্বাস, এ আমার আস্থা, এ আমার প্রণয়মতি।হে আমার ভালবাসা তুমি এ কথার দুমত কখনও কোরোনা।

হে আমার ভালবাসা তোমাকে আরও একটা কথা বলি তুমি তোমার চুলের যত্ন ঠিক মত নিয়ো, কারন সেখানে আমি বাস করি,   তোমার চুলের যত্ন  না নিলে আমি বাঁচব   কি করে! 

তোমার আগা লম্বা এ কথা কখনও ভুলনা। তুমি তোমার চুলের আগা খুব  সযতনে রেখো।




Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)