গুরু মহাশয়
.jpg)
মোঃ আরিফ হোসেন
আগুন জ্বলছে! আগুন জ্বলছে আকাশে! আগুন জ্বলছে পাতালে! আগুন জ্বলছে নদীতে! আগুন জ্বলছে সাগরে! সর্বত্র আগুন জ্বলছে, আগুন জ্বলছেনা শুধু আমার এ হৃদয়ে! কারন আমার সব আগুন তুমি কেড়ে নিয়েছ!
এত আগনের মালিক হলে কেন তুমি সেটাই প্রশ্ন! এত আগুনের মালিক হলে তো বাঁচা যায়না! সে আগুনে পুড়ে তুমি তো ছারখার হয়ে যাবে!
এত আগুনের মালিক যখন হবে আমায় কেন বলবেনা? আমি আরও কিছু আগুন এনে তোমাকে দিতাম তুমি সে আগুনে ভাল করে পুড়তে!
আগুন নিয়ে যখন খেলবে ভাল করে খেল যেন আগুনে পুড়ে অঙ্গার হতে পার!
অঙ্গার হতে কে না ভালবাসে? সবাই ভালবাসে! অঙ্গার হয়েছিলেন লাইলী, মজনু, শিরি, ফরহাদ, কুমারী মায়াবতী, আরও কত জন! তুমিও অঙ্গার হও, অঙ্গার হতে হতে হও ছাই যেন কোন ভষ্ম বাকী না থাকে!
অঙ্গার যদি নাইবা হবে তবে সেদিন কেন ভালবেসেছিলে? অঙ্গার হতে হতে এমন অঙ্গার হও যার কোন ছাই বাকী নাই সব ভষ্ম হয়ে আকাশে উড়ে গেছে!
Comments
Post a Comment