গুরু মহাশয়
.jpg)
ভালবাসা ভালবাসা
মোঃ আরিফ হোসেন
আকাশে আজ কি কথা ভেসে বেড়াচ্ছে? তুমি আমার।
বাতাসে আজ কি কথা ভেসে বেড়াচ্ছে? তুমি আমার।
সাগরে আজ কি রব উঠছে? তুমি আমার
পাথারে আজ কি কথা ছুটছে? তুমি আমার ;
তুমি আমার শুধু তুমি আমার এই শুধু গান। অথচ আজ তুমি আমার নয়, এখন আমি কি করি?
তুমি যদি আমার হতে কত ফুলইনা ফুটত। আজ তুমি আমার নয় সব ফুল ঝরে গেছে নদীর ধারে, এখন আমার কি হবে?
তুমি আমাকে বল তুমি আমার হবে কিনা, তানাহলে সব ফুল ঝরে যাবে নদীর ধারে, এমন ভাবে ঝরবে তার একটি ফুলও অবশিষ্ট থাকবেনা।
কে কবে কার ছিল জানিনা, তবে তবে তুমি আমার হও তানাহলে আমি এ পৃথিবী ওলট-পালট করে ফেলব: দেখবে আকাশে আকাশ নেই, পাথারে পাথার নেই, সাগরে সাগর নেই, কোথায় যেন সব হারিয়ে গেছে।
একদিন তুমি আমার ছিলে সেদিন কি ফুল ফোটেনি নদীর ধারে, যে ফুলের জন্য আমরা পাগল ছিলাম?তাহলে আজ কেন তুমি আমার হবেনা, ফুল ফুটবেনা নদীর কিনারে, যে ফুলের জন্য আমরা পাগল হয়ে ছুটে যাব?
তুমি আমাকে বল আমার কি দোষ? সেদিন কি আমি তোমাকে ভালবাসিনি? যদি ভাল নাইবা বাসব তাহলে কেমন করে সেদিন এত ফুল ফুটেছিল!
একদিন যাব গঙ্গোত্রী হিমবাহের কাছে, বলব, তুমি আমাকে এত ফুল দিলে, শুধু একটি ফুল দিলেনা যে ফুলের গন্ধ গন্ধময়, এ ফুল দিয়ে কি হবে? দয়া করে সে ফুল দেবে কি যে ফুলের গন্ধ গন্ধময় তুমি আমার। যদি না দেয় ডোরা কাটা সাপের মত কেটে পড়ব।
আমি কি তোমাকে সেই ভালবাসা দেইনি যে ভালবাসা গহীন জঙ্গলে পাওয়া যায়, একটি সাপ সাপিনীর জন্য গহীন রাত্রি জাগে? তাহলে কেন ভালবাসবেনা, ভালবাসবেনা মন দিয়ে, যে ভালবাসা আমি তোমাকে দিয়েছি?
উত্তরে উত্তর মেরু, দক্ষিণে দক্ষিণ মেরু, পূর্বে কিছু নেই ; আমি পূর্বে গিয়েও দেখেছি সেখানে শুধু তুমি, তাহলে কেন ভালবাসবেনা এই আমাকে তোমার বুকের সমস্ত সূত্র দিয়ে?
একটি কথা মনে রেখো আমি তোমাকে অনেক ভালবাসি, সে ভালবাসা পাহাড় সমান, পর্বত সমান, জঙ্গল সমান, গহীন অট্টালিকা সমান, তুমি আমাকে সেই ভালবাসা দাও যেই ভালবাসার কোন শেষ নেই, পাওয়া যায় শুধু গভীর অরণ্যে ।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete