গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসা ভালবাসা

 ভালবাসা ভালবাসা 

মোঃ আরিফ হোসেন 


সুন্দর একটি ফুল যা ভালবাসা প্রকাশ করছে


আকাশে আজ কি কথা ভেসে বেড়াচ্ছে?  তুমি আমার। 

বাতাসে আজ কি কথা ভেসে বেড়াচ্ছে?  তুমি আমার। 

সাগরে আজ কি রব উঠছে?  তুমি আমার 

পাথারে আজ কি কথা ছুটছে?  তুমি আমার ;

তুমি আমার শুধু তুমি আমার এই শুধু গান। অথচ আজ তুমি আমার নয়,  এখন আমি কি করি?

তুমি যদি আমার হতে কত ফুলইনা ফুটত। আজ তুমি আমার নয় সব ফুল ঝরে গেছে নদীর ধারে, এখন আমার কি হবে? 

তুমি আমাকে বল তুমি আমার হবে কিনা, তানাহলে সব ফুল ঝরে যাবে নদীর ধারে, এমন ভাবে ঝরবে তার একটি ফুলও অবশিষ্ট থাকবেনা।

কে কবে কার ছিল জানিনা, তবে তবে তুমি আমার হও তানাহলে আমি এ পৃথিবী ওলট-পালট করে ফেলব: দেখবে আকাশে আকাশ নেই, পাথারে পাথার নেই, সাগরে সাগর নেই, কোথায় যেন সব হারিয়ে গেছে। 

একদিন তুমি আমার ছিলে সেদিন কি ফুল ফোটেনি নদীর ধারে, যে ফুলের জন্য আমরা পাগল ছিলাম?তাহলে আজ কেন তুমি আমার হবেনা, ফুল ফুটবেনা নদীর কিনারে, যে ফুলের জন্য আমরা পাগল হয়ে ছুটে যাব?

 

তুমি আমাকে বল আমার কি দোষ?  সেদিন কি আমি তোমাকে ভালবাসিনি? যদি ভাল নাইবা বাসব তাহলে কেমন করে সেদিন এত ফুল ফুটেছিল! 

একদিন যাব গঙ্গোত্রী হিমবাহের কাছে, বলব, তুমি আমাকে এত ফুল দিলে, শুধু একটি ফুল দিলেনা যে ফুলের গন্ধ গন্ধময়, এ ফুল দিয়ে কি হবে? দয়া করে  সে ফুল দেবে কি  যে ফুলের গন্ধ গন্ধময় তুমি আমার। যদি না দেয়  ডোরা কাটা সাপের মত কেটে পড়ব।

আমি কি তোমাকে সেই ভালবাসা দেইনি যে ভালবাসা গহীন জঙ্গলে পাওয়া যায়, একটি সাপ  সাপিনীর জন্য গহীন রাত্রি জাগে?  তাহলে কেন ভালবাসবেনা, ভালবাসবেনা মন দিয়ে, যে ভালবাসা আমি তোমাকে দিয়েছি?

উত্তরে উত্তর মেরু, দক্ষিণে দক্ষিণ মেরু, পূর্বে কিছু নেই ; আমি পূর্বে গিয়েও দেখেছি সেখানে শুধু তুমি, তাহলে কেন ভালবাসবেনা এই আমাকে তোমার বুকের সমস্ত সূত্র দিয়ে? 

একটি কথা মনে রেখো আমি তোমাকে অনেক ভালবাসি, সে ভালবাসা পাহাড় সমান, পর্বত সমান, জঙ্গল সমান, গহীন অট্টালিকা সমান, তুমি আমাকে সেই ভালবাসা দাও যেই ভালবাসার কোন শেষ নেই, পাওয়া যায় শুধু  গভীর  অরণ্যে ।             

                               

 


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)