গুরু মহাশয়
.jpg)
কবি শামসুর রহমান ও তাঁর পণ্ডশ্রম কবিতা নিয়ে আলোচনা
মোঃ আরিফ হোসেন
শামসুর রহমান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর সাহিত্য মানুষকে সমাজ সচেতনতা, কৃতিত্ববোধ, ভালবাসা শিখিয়েছে। তিনি সবসময় সমাজের আগুয়ান বিষয় নিয়ে লিখতে পছন্দ করতেন। শামসুর রহমান মানুষকে সমাজের আগুয়ান বিষয়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করেছিলেন।শামসুর রহমান এর একটি উপাধি নাগরিক কবি।তাঁর কবিতা ও সাহিত্যে নাগরিক ভাবনা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে।
শামসুর রহমান এর অনেক কবিতাই পাঠকপ্রিয়তা পেয়েছে। তাঁর অন্যতম একটি জনপ্রিয় কবিতা ' পণ্ডশ্রম ', যা নিম্নরূপ:
পন্ডশ্রম
শামসুর রহমান
ঐ নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে, আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপূরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।
যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,
পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।
মিটিং হল ফিটিং হল, কান মেলেনা তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের পিছে মরছ ঘুরে সোনার চিলের পিছে?
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে ;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি পন্ড হল শ্রম।
পণ্ডশ্রম কবিতা নিয়ে আলোচনা : পণ্ডশ্রম শামসুর রহমান এর একটি বিখ্যাত কবিতা। কবিতাটি সব শ্রেণির পাঠকের কাছে কম বেশি জনপ্রিয়। শামসুর রহমান এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায়ই জনপ্রিয় ছিলেন।তাঁর 'পণ্ডশ্রম' কবিতাটিও দুই বাংলায়ই জনপ্রিয়তা পায় ।
'পণ্ডশ্রম' কবিতায় কবি প্রধানত মানুষের একটি প্রবণতা ও তার পরিনতি নিয়ে বলতে চেয়েছেন। মানুষ অনেকসময় একটি কথা শুনে সেটি বাছবিচার না করে সেই কথায় গা ভাসিয়ে দেয়।এই যেমন: একজন কারো সম্বন্ধে একটি বদনাম শুনল, সেটি বাছবিচার না করে সেটি আরেকজনের কাছে বলতে শুরু করল, অনেকটা এরকম।শামসুর রহমান মানুষের এদিকটিতে মানুষের খারাপ দিক বা বোকামি নির্দেশ করেছেন।শামসুর রহমান মানুষকে এ অভ্যাস ত্যাগ করতে বলেছেন। শামসুর রহমান বলতে চেয়েছেন, এটা করে লাভ নেই উল্টো নিজের ক্ষতি। শামসুর রহমান খুব সতর্কভাবে সবকিছু চিন্তা করে চলতে বলেছেন। শামসুর রহমান মানুষকে এ রিপু বা দোষ এড়িয়ে চলতে বলেছেন।
শামসুর রহমান প্রথিতযশা কবি ও সাহিত্যিক।আমরা তাঁর কথা শুনব এবং মানব।
Comments
Post a Comment