গুরু মহাশয়
.jpg)
নদী
মোঃ আরিফ হোসেন
আমার একটি নদী আছে। সে নদীতে আমি গোসল করি, খাই, মাছ ধরি।কোন কিছু ভাল না লাগলে নদী'তে যাই ঘুরে আসি।
নদী' অনেক বড়। কি নাম দেব ভেবে পাচ্ছিনা: একদিন নাম দিলাম মিসিসিপি, দেখি রাগ করে, নাম দিলাম হরমোজ প্রণালী তাও রাগ করে ; এখন বড় নদী বলেই ডাকি, অনেক বড় নদী।
নদী'তে যখন গোসল করতে যাই আছাড় খাই, আমার রাগ হয়না,আমি একে বড় নদী বলেই ডাকি!
একদিন গোসল করতে গেলাম দেখি চারিদিকে সাপ, বিচ্চু; কি করব? ডুব দিলাম, তাও সাপ, বিচ্চু! আমার রাগ হয়নি! আমি একে নদী বলেই ডাকি!
নদী'তে যদি কেউ গোসল করতে যায়, আছাড়্ খায়! আমাকে বলেনা, যদি আমি রাগ করি!
নদীর নাম মধুমতী -অনেক আগেই ঠিক করেছি! কিন্তু আমি একে মধুমতী বলে ডাকিনা, ঐ বড় নদী বলেই ডাকি!
নদী'তে কত রঙের কই, জাগুর, হিলসা, খই-আমি একে কি নামে ডাকব ভেবে পাচ্ছিনা! যদি কেউ একজন এসে নাম বলে দিতে!
নদী'তে অনেক পানি, এত পানি যে পানির কোন কূলকিনার' নাই, চারিদিকে শুধু পানি আর পানি, পানি শুধু থৈ থৈ করে! এত পানি কোত্থেকে এল সেটাই প্রশ্ন!
নদী'তে আপনি যখন গোসল করতে যাবেন মনে হবে কোন পানি নেই! আসলে অনেক পানি! এত পানি কোত্থেকে এল সেটা আসলেই এক প্রশ্ন!
নদী'র ধারে কোন নদী নেই, শুধু খাল, বিল, ঝিল! মনে হয় সব নদী এখানে এসে মিশে গেছে!
নদী' নিয়ে কেউ কোন প্রশ্ন করলে আমি উত্তর দেইনা! বলি, 'নদী'র ধারে গিয়ে দেখো, এ নদী নিয়ে আমি আর কত কথা বলব, মনে হয় সব নদী এখানে মিশে গেছে'!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete