গুরু মহাশয়
.jpg)
ভালবাসা তুমিই বুঝি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল
মোঃ আরিফ হোসেন
হাজার বছর আগে তুমি জন্মেছিলে, আজ আবার জন্ম নিলে।এখন তোমাকে কে ভালবাসবে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভালবাসব।তোমাকে ভালবেসে যদি ফুল পাওয়া যায় মন্দ কি।
ভালবাসার নাম ফাগুন সে কথা আমি জেনেছি বহু বছর আগে, আজ আবার জানলাম।এখন আমার মনে হয় আরও আগে কেন ভালবাসিনি।আরও আগে ভালবাসলেতো আরও আগে ফুল পাওয়া যেত।এতদিন তুমি কোথায় ছিলে? আরও আগে কেন এলেনা? আরও আগে এলে তো আরও আগে ফুল পাওয়া যেত।
তোমার নামে মালা গেঁথে রেখেছি হাজার বছর, সে ফুল কাকে পরাব ভেবে পাইনি।তুমি কেন আরও আগে এলেনা? আরও আগে এলেতো আরও আগে ফুল ফুটত।
দক্ষিণ দুয়ার খোলা, এলে দক্ষিণ দুয়ার দিয়েই এসো।এখানে সাপ, বিচ্চু, অজগর কিছু নেই। তুমি দক্ষিণ দুয়ার দিয়েই এসো এখানে ভয় নেই।
তুমি কার কার জন্য কাঁদ আমাকে বোলো।আমি তার একটা তালিকা করব।তালিকা করে জানিয়ে দেব আমি তাকে ভালবাসি, তাতে যদি ভালবাসা পরিপূর্ণ হয়।
ভালবাসার নাম সাগর সে কি তুমি জাননা? তাহলে সে সাগরে তুমি কেন হাত বাড়ালেনা? হাত বাড়ালে কত ফুলইনা ফুটত।
একদিন একজন অজগর দেখে মরে গিয়েছিল সে কি তুমি জাননা? তাহলে তুমি কেন হাত বাড়ালেনা? অজগর দেখে তুমিও মরতে, মন্দ কি?
হয়তো তুমি অজগর নয় অজগরের মতো দেখতে। অজগর দেখে মরতে মন্দ কি?
যারা অজগর দেখে তারা কভু মরেনা, তারা সাপ সাপ করে। তুমিও মরতে, তোমার এ মরণ মরণ হতনা, হত সাপ।
তুমি আর যাই কর খুব সকাল ঘুম থেকে উঠোনা, সেখানে একটি সাপ উপস্থিত থাকে।
তুমি হাজার বছর আগে জন্ম নিয়েছ, আমাকে বলবেনা! আমাকে বললে তো আমি আরও আগেই জন্ম নিতাম।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete