গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

পাখি

পাখি

মোঃ আরিফ হোসেন 

                    

নীরবে নিভৃতে পাখি চরে

পাখির মত উড়াল দিতে ইচ্ছে করে। কিন্তু পাখির মত উড়তে পারিনা। 

পাখির মত উড়তে পারলে কি হত? আমি সব দেখতাম: নদীনালা, গাছপালা পাহাড়পর্বত, শিবজঙগল সব।

একদিন একজনের কাছে পাখি হওয়ার আবেদন জানিয়েছিলাম!সে বলে, আমি পাখি নই, তোমাকে পাখি করব কিভাবে! 

এরপর এক' ঘোড়ার কাছে পাখি হওয়ার আবেদন জানিয়েছিলাম! ঘোড়া বলে, পাখি পাখি, আমি ঘোড়া!

এরপর গেলাম এক ভবঘুরের কাছে, বলে, "পাখি হলে তো আমি আকাশেই থাকতাম, মাটিতে সাঁতার কাটতাম!"

এখন আমার পাখি হওয়ার বড় শখ!কিন্তু পাখি হওয়ার মন্ত্র তো কেউ বলে দিবেনা!

তাহলে কি করব? চলি যাই পাখির কাছে সে নাকি কথা বলে!

এই পাখি তুমি কথা বল? আমাকে একটু পাখি হওয়ার মন্ত্র শিখিয়ে দিবে?

জানি দিবেনা!তাইতো তুমি পাখি, বাকহীন পাখি, সারাক্ষণ শুধু কথা বল, বাক বাক বাকুম, বাক অথচ আজ একটুও কথা বললেনা! এ কেমন আচরণ তোমার কথা বললেনা!তোমার বাক বাক বাকুম তোমার কাছেই থাক, আমি চলি!

 পাখি যদি হবেই কথা বলবেনা? কথা না বললে সে' কেমন পাখি?

আরেক পাখির কাছে যাই এ মনে হয় কথা বলবে!

এই পাখি একটু কথা বলতো? একটুও কথা বললনা! এ মোটেও পাখি নয়, এ পাখির জাত! যা যা পাখি তোর মায়ের কাছে চলে যা!

এ পাখি মনে হয় কথা বলেনা তানাহলে  কথা বললনা কেন!

যাক আরেকদিন পাখি শিকার করা যাবে,  সে ডাহুক পাখি!

ডাহুক পাখির আবার ঠোঁট লম্বা সাথে একটি বর্শা নিতে হবে! 

পাখি আর যন্ত্রণা করিসনা, তুই তোর খাঁচায় বন্দী থাক!

পাখি যদি যন্ত্রণা করবিই তাহলে সেদিন কেন বেরিয়েছিলি যেদিন আকাশে অনেক মেঘ ছিল? 

পাখি, সারাক্ষণ শুধু ডাক ডাক ডাক, আসলে  কাজের সময় কিছুই নাই!

পাখি মরবি  যদি  একাই মর্, আরেকজন ডাকিসনা!


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)