গুরু মহাশয়
.jpg)
পাখি
মোঃ আরিফ হোসেন
পাখির মত উড়াল দিতে ইচ্ছে করে। কিন্তু পাখির মত উড়তে পারিনা।
পাখির মত উড়তে পারলে কি হত? আমি সব দেখতাম: নদীনালা, গাছপালা পাহাড়পর্বত, শিবজঙগল সব।
একদিন একজনের কাছে পাখি হওয়ার আবেদন জানিয়েছিলাম!সে বলে, আমি পাখি নই, তোমাকে পাখি করব কিভাবে!
এরপর এক' ঘোড়ার কাছে পাখি হওয়ার আবেদন জানিয়েছিলাম! ঘোড়া বলে, পাখি পাখি, আমি ঘোড়া!
এরপর গেলাম এক ভবঘুরের কাছে, বলে, "পাখি হলে তো আমি আকাশেই থাকতাম, মাটিতে সাঁতার কাটতাম!"
এখন আমার পাখি হওয়ার বড় শখ!কিন্তু পাখি হওয়ার মন্ত্র তো কেউ বলে দিবেনা!
তাহলে কি করব? চলি যাই পাখির কাছে সে নাকি কথা বলে!
এই পাখি তুমি কথা বল? আমাকে একটু পাখি হওয়ার মন্ত্র শিখিয়ে দিবে?
জানি দিবেনা!তাইতো তুমি পাখি, বাকহীন পাখি, সারাক্ষণ শুধু কথা বল, বাক বাক বাকুম, বাক অথচ আজ একটুও কথা বললেনা! এ কেমন আচরণ তোমার কথা বললেনা!তোমার বাক বাক বাকুম তোমার কাছেই থাক, আমি চলি!
পাখি যদি হবেই কথা বলবেনা? কথা না বললে সে' কেমন পাখি?
আরেক পাখির কাছে যাই এ মনে হয় কথা বলবে!
এই পাখি একটু কথা বলতো? একটুও কথা বললনা! এ মোটেও পাখি নয়, এ পাখির জাত! যা যা পাখি তোর মায়ের কাছে চলে যা!
এ পাখি মনে হয় কথা বলেনা তানাহলে কথা বললনা কেন!
যাক আরেকদিন পাখি শিকার করা যাবে, সে ডাহুক পাখি!
ডাহুক পাখির আবার ঠোঁট লম্বা সাথে একটি বর্শা নিতে হবে!
পাখি আর যন্ত্রণা করিসনা, তুই তোর খাঁচায় বন্দী থাক!
পাখি যদি যন্ত্রণা করবিই তাহলে সেদিন কেন বেরিয়েছিলি যেদিন আকাশে অনেক মেঘ ছিল?
পাখি, সারাক্ষণ শুধু ডাক ডাক ডাক, আসলে কাজের সময় কিছুই নাই!
পাখি মরবি যদি একাই মর্, আরেকজন ডাকিসনা!
Comments
Post a Comment