গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ও আমার ভালবাসা

 ও আমার ভালবাসা 

মোঃ আরিফ হোসেন 

                                              

ভালবাসা এই জলের মত গভীর দৃষ্টি দিয়ে তাকায়

সে আমার নয়।সে যদি আমার হত কত কিনা হত।একদিন দেখেছিলাম পথের ধারে, আজ দেখলাম নদীর কিনারে-সে আসলে কি করে ঠিক ঠিকানা নেই। 

তাকে দেখলে মনে হয় মন ছুঁড়ে দেই কিন্তু মন তো ছোঁড়া যায়না, তাহলে আমার কি হবে। 

কতবার বলেছি মাথায় দুল পরোনা মাথায় দুল পরলে লোকে  হাসবে, সেই মাথায় দুল! এখন কি হবে! 

তাকে নিয়ে  গল্প করতে বসলে গল্পের শেষ হয়না, সারাক্ষণ শুধু গল্প, এ গল্প সে গল্প, গল্পের  কূলকিনারা  নেই -এ গল্পের শেষ কি !

একদিন বলেছি  যদি আমার না হও মরে যাও!  মরেনা, সারাক্ষণ শুধু হাসে। এ হাসির শেষ কোথায়! 

ধর তোমারও কেহ নেই আমারও কেহ নেই, তাহলে তো মরণ ভাল; সে মরেনা, ফিলিফিলিয়ে কি যেন চায়। এ মরণের কি হবে! 

ধর ঢাকা যাই তাকে নিয়ে যাই, চট্টগ্রাম যাই তাকে নিয়ে যাই, কোলকাতা যাই তাকে নিয়ে যাই, কিন্তু সে যায়না! তাহলে আমার কি হবে! 

এভাবে কি বাঁচা যায়? এভাবে তো বাঁচা যায়না। তাহলে আমার কি হবে, সে বুদ্ধি কে দিবে! 

বুদ্ধি দেওয়ার মানুষের সংখ্যা  যদি এতই কম,  তাহলে সে কেন জন্ম নিল!     

দুটি পাখি নীরবে গল্প করছে



Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)