গুরু মহাশয়
.jpg)
ও আমার ভালবাসা
মোঃ আরিফ হোসেন
সে আমার নয়।সে যদি আমার হত কত কিনা হত।একদিন দেখেছিলাম পথের ধারে, আজ দেখলাম নদীর কিনারে-সে আসলে কি করে ঠিক ঠিকানা নেই।
তাকে দেখলে মনে হয় মন ছুঁড়ে দেই কিন্তু মন তো ছোঁড়া যায়না, তাহলে আমার কি হবে।
কতবার বলেছি মাথায় দুল পরোনা মাথায় দুল পরলে লোকে হাসবে, সেই মাথায় দুল! এখন কি হবে!
তাকে নিয়ে গল্প করতে বসলে গল্পের শেষ হয়না, সারাক্ষণ শুধু গল্প, এ গল্প সে গল্প, গল্পের কূলকিনারা নেই -এ গল্পের শেষ কি !
একদিন বলেছি যদি আমার না হও মরে যাও! মরেনা, সারাক্ষণ শুধু হাসে। এ হাসির শেষ কোথায়!
ধর তোমারও কেহ নেই আমারও কেহ নেই, তাহলে তো মরণ ভাল; সে মরেনা, ফিলিফিলিয়ে কি যেন চায়। এ মরণের কি হবে!
ধর ঢাকা যাই তাকে নিয়ে যাই, চট্টগ্রাম যাই তাকে নিয়ে যাই, কোলকাতা যাই তাকে নিয়ে যাই, কিন্তু সে যায়না! তাহলে আমার কি হবে!
এভাবে কি বাঁচা যায়? এভাবে তো বাঁচা যায়না। তাহলে আমার কি হবে, সে বুদ্ধি কে দিবে!
বুদ্ধি দেওয়ার মানুষের সংখ্যা যদি এতই কম, তাহলে সে কেন জন্ম নিল!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete