গুরু মহাশয়

গুরু মহাশয়

মোঃ আরিফ হোসেন           

গুরু মহাশয় ব্যস্ত
আকাশ বড়

সাগর বড় 

নদী বড়

পাথার বড়;

সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি!

তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা!

কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান!

তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে!

হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো

তানাহলে আমার কিছু ভাল লাগেনা-

এ কথা মনে রেখো!

বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে!

বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে! 

বড় হতে গেলে আরও একটা জিনিস লাগে সে আমি বলি নাই, তোমার মন! তুমি একটি বড় মন রাখবে দেখবে বড় হতে হতে এত বড় গেছ তোমার কোন ঠিক ঠিকানা নাই!

বড় হতে আর কি লাগে?  লাগে একটি বড় রশি! তোমার যখনই মন চাইবে গাছের সাথে রশি বেঁধে রশির উপর ঝুলে পড়বে,  দেখবে,  তোমাকে, পৃথিবীর  কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা!

বড় হতে আর কি লাগে?  যাই লাগুক তুমি আমার কথা শোন, তুমি একটা বড় মন রাখবে যা আমি আগেই বলেছি! 

বড় যদি হতে চাও ছোট হও তবে -এ কথা সবসময় মনে রাখবে!  যারা পৃথিবীতে বড় ছিল তারা কি ছোট হয়নি? ছোট হতে হতে তাদের এমন অবস্থা হয়েছিল তাদের আগা গোড়া কিছুই ছিলনা! একজন ছোট হতে হতে একদম ব্যাঙের ঠ্যাঙের মত হয়েছিল!  আজ যাই দেখ নতুন বাবু তার ঠ্যাং বলতে কিছুই নাই, একদম সরু কোলা ব্যাঙ!

বড়র বড় বড়, তার বড় আরও বড়, সবচেয়ে বড় বড় বড় - সেই বড়' স্মরণ করবে!  সে তোমার দিনরাত পা টিপে দিবে!  দেখবে তুমি বড় হতে হতে এত বড় হয়ে গেছ তোমার দেখা কেউ পাচ্ছেনা! বড়র বড় বড়, এই কথা যে স্মরণ করেনা সে কোনদিনই বড় হতে পারেনা -"বড় যদি হতে চাও ছোট হও তবে "!

এই তো সেদিন তুমি বড় ছিলে এই কথা সবসময় স্মরণ রাখবে!  কারন যে নিজেকে বড় মনে করেনা সে কোনদিনই বড় হতে পারেনা!  বড় হল একটি মাপকাঠির মত এটি বড় হতে হতে অনেক বড় হয়ে যায়! 

বড় যদি হতে চাও রাত তিনটার সময় এসো, দেখি তোমার বড় হওয়ার দীক্ষা দেব!

বড় হতে গিয়ে কে নাচ পাড়েনি? সবাই নাচ পেড়েছিল!  তাহলে তুমি কেন নাচবেনা? সারাক্ষণ নাচ, নাচতে নাচতে পাগল হয়ে যাও, দেখবে একদিন অনেক বড় হয়ে গেছ,  তোমার এ নাচ লেখা থাকবে ইতিহাসের পাতায়!

হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থাক তানাহলে যে আমার কিছু ভাল লাগেনা, এই  কথা মনে রেখো, মনে রেখো স্মরণ পাড়ে! 

তুমি আমার এমন একটি সাধনা যে সাধনার হয়না তুলনা- এই কথা মনে রেখো এ' কথা হল সবচে' বড়! বড়' বড়র চোখে দেখতে হয়, বড়' বড়র চোখে না দেখলে চোখ ছোট হয়ে যায়! 

হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থাক-

এ আমার সান্ত্বনা, সাধনা, বিপত্তি! 

"কে বলে' বড় নাই

বড় আছে সারা পৃথিবী জুড়ে!"


বড়র বড় সবচে' বড়, সেই বড় কে ? কোলা ব্যাঙ!  "কোলা ব্যাঙ তোমাকে ডাকছে! "


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)