গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

সুরঞ্জনার সাথে কিছুক্ষণ


সুরঞ্জনার সাথে কিছুক্ষণ 

মোঃ আরিফ হোসেন 


সুরঞ্জনা নামটি যেন এই ফুল' জড়িয়ে আছে


বলতো সুরঞ্জনা তোমার নাম কি?  জানি তুমি জাননা।তাইতো তুমি সুন্দর,  অনেক বেশি সুন্দর। তোমার কথা মনে পড়লে মনে পড়ে বহতা নদী যে নদী বয়ে গেছে দূর সুদূর।

সুরঞ্জনা' গায়না, হাসেনা, কোন ছবি আঁকেনা, তারপরও তাকে ভাল লাগে, বড় বেশি ভাল লাগে,  সারাক্ষণ শুধু চেয়ে থাকতে ইচ্ছে হয়।

সুরঞ্জনা বলতো ও পথ দিয়ে কে গেছে? কেউ যায়নি, এ পথ দিয়ে কে গেছে?  কেউ যায়নি। তাহলে গেছে কে? কেউই যায়নি, গেছে শুধু সুরঞ্জনা, সে নাম) 'আমি জানিনা'।

সুরঞ্জনার মাথায় চুমকি, হাতে দুল, কানে নাকপাশা -এ কি সুন্দর!  অনেক বেশি সুন্দর,  সারাক্ষণ শুধু চেয়ে থাকতে ইচ্ছে হয়।

সুরঞ্জনা আজ কি খেয়েছ?  কিছুই খাইনি। কাল কি খেয়েছ? কিছুই খাইনি। তাহলে খাও কি? কিছুই খাইনি -এ তোমার ছলনা,  প্রতারণা, বড্ড বেশি নেকামি। 

সুরঞ্জনা হাসতে জান কি? জানিনা।কাঁদতে জান কি? জানিনা।মই আঁড়তে জান কি? জানিনা।তাহলে জান কি?  কিছুই জানিনা- এ তোমার ছলনা, প্রতারণা, বড় বেশি মানা।হায় হায় সুরঞ্জনা তোমা' ছবি আঁকা যায়না।

সুরঞ্জনা ভালবাসা সুন্দর সে কি তুমি জাননা? জান, তারপরও ভালবাসনা-এ তোমার বড় বেশি খেয়ালিপনা।

সুরঞ্জনা আজ একবার ভালবাসা দিও, কাল একবার ভালবাসা দিও, পরশু দিও তিনবার -এমনি করে যেন দিন যায়, এমনি করে দিন না গেলে ভালবাসার নাম হবে, 'ভাল কেন বাসলেনা! হায় হায় ভালবাসা তুমি কেন আসলেনা, হাসলেনা, গাইলেনা কোন গান।' 

সুরঞ্জনা যখন ঘুমাতে যাবে ভাববে তোমার এমন একজন আছে যে সারাক্ষণ শুধু তোমাকে ভালবাসে, তাহলে তোমার ঘুম ভাল হবে। 

সুরঞ্জনা দক্ষিণ দুয়ার খোলা, কখন তুমি আসবে তার একটি ছবি দিয়ে যাও, আমি ছবি দেখে দেখে বলব, এ এখন আসবে, এ এখন আসবে।

সুরঞ্জনা হয়তো তুমি নাচ,  সবচেয়ে সুন্দর নাচ কি আমা' একবার বলবে কি?

সুরঞ্জনা' খায়না, ঘুমায়না, কোন দিকে  চায়না, তারপরও সুরঞ্জনা'  আমি ভালবাসি, বড় বেশি ভালবাসি। 

সুরঞ্জনা জানি তুমি পান খেতে ভালবাস।কিন্তু  আমার কাছে কোন পান নেই। 

Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)