গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

আমার বন্ধু কামাল

আমার বন্ধু কামাল বুঝি এই প্রকৃতির মতই সহজ সরল উদার

 আমার বন্ধু কামাল 

মোঃ আরিফ হোসেন 



বন্ধু কামাল যেন এই প্রকৃতির মাঝেই ঘুমিয়ে আছেন



বন্ধু কামাল জানিনা কেমন আছ।শুধু জানি তোমার একটি নাম আছে সে নাম ধরে আমি তোমাকে ডাকি তুমি সাড়া দাওনা। বন্ধু কামাল তুমি আমার কত আপন সে কি তুমি জান? জানি জাননা।যদি জানতে পাগল হয়ে যেতে। তোমার মত কেহ কেহ নেই বলে ছুটে আসতে। আজ তুমি জাননা, তাইতো তুমি ছুটে আসনা।

বন্ধু কামাল জান কি সেই সেদিন যেদিন তুমি নদীতে লাফ দিতে চেয়েছিলে আমি তোমাকে উদ্ধার করলাম, সেদিনের কথা খুব মনে পড়ে, আমি যদি উদ্ধার না করতাম কি হত! বন্ধু কামাল এ কথা কখনও ভুলনা, ভুললে তুমি মরে যাবে। 

বন্ধু কামাল গরীবকে কখনও ভিক্ষা দিতে নেই, তাকে কর্মের শিক্ষা দিতে হয়, আজ তুমি ভিক্ষা দাওনা-এ শিক্ষা তোমাকে কে দিয়েছে?   জানি তুমি ভুলবেনা, ভুলবেনা সে নাম, কখনও ভুলনা।

বন্ধু কামাল পথের ধারে যেতে যদি নেংটো দেখ নেংটো সরিয়ে দেবে, খড় দেখলে খড় সরিয়ে দিবে, যা দেখবে তাই সরিয়ে দেবে, পথ রাখবে পরিষ্কার -এ তোমার সাধনা, এ কথা কখনও ভুলনা। 

বন্ধু কামাল কত রাত বিনিদ্র কেটেছে এ কথা কি তোমার মনে পড়ে?  একদিন সাপ ধরতে গেলাম, দেখি মাছ, সে কি আনন্দ।সাপের কামড় খাওয়ার চেয়ে মাছের কাঁটা খাওয়া আনন্দের নয় কি? বন্ধু কামাল এ কথা কখনও ভুলনা এ কথা ভুললে মাছ সাপ  হয়ে যাবে।  

বন্ধু কামাল যারা মায়ের হাতের মোড়া খায় তারা মানুষ নয়, তুমিও মায়ের হাতের মোড়া খেয়োনা।মায়ের হাতের মোড়া মিষ্টি -এ কথা ভুলে যাও।পারলে মায়ের হাতে কিছু তুলে দাও, তোমার পায়ের ধূলি কণা হলেও ভাল।

বন্ধু কামাল আজ এখানে দেখছ এত মানুষ কাল এখানে কিছুই দেখবেনা।এরা সব বেঈমান, কাল এখানে ভীড় করবে বরই খাওয়ার জন্য। বন্ধু কামাল কখনও ভুলনা বরইই মিষ্টি। 

বন্ধ কামাল নালায়েক' কখনও বিশ্বাস কোরোনা, পারলে লায়েক বিশ্বাস কোরো । সে তোমার ভাই, তোমার বন্ধু, অতিআপনজন।

বন্ধু কামাল  যেখানেই যাও আমার কথা স্মরণ কোরো। আমি তোমার আছি এ কথা বিশ্বাস কোরো। আমি যদি হারিয়ে যাই বলবে, কেউ নেই। 

বন্ধু কামাল যারা চিরদিন খায়, কাউকে কিছু দেয়না তাদের কখনও বিশ্বাস কোরোনা। তাদের বিশ্বাস করলে তুমি মরে পড়ে থাকবে পথের ধারে। 

বন্ধু কামাল ঐ যে দেখ সূর্য সে তোমার কথা বলছে, বলছে, তুমি আছ বলেই আমি আছি। সূর্য' কখনও বেঈমান বোলোনা, তাহলে সব বেঈমান হয়ে যাবে। 

বন্ধু কামাল আজ এখানেই শেষ আর কি লিখব!শুতে গেলে মাকে বোলো বাতি' যেন নিভিয়ে দেয় 

বন্ধু কামাল যারা শুধু খায় কাউকে কিছু দেয়না, আমি তাদের দলে নেই -এ কথা সবসময়  মনে রাখবে। 





বন্ধু কামাল যেদিন মরে  পচে গলে ভূত হয়ে যাবে সেদিনও আমি তোমার পাশে আছি -এ কথা কখনও ভুলনা। 

 বন্ধু বন্ধু হয় বন্ধু  শত্রু নয় বন্ধু বন্ধুই-

বন্ধু কামাল। 

Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)