গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

সুরঞ্জনা কুকুর পোষে

 সুরঞ্জনা কুকুর পোষে 

মোঃ আরিফ হোসেন 

                  

কুকুরটি কি যেন বলতে চাচ্ছে

জানিনা সুরঞ্জনা কেমন আছে। তবে তার একটি পোষা কুকুর আছে সে আমি জানি!  একদিন বললাম, কুকুর' এদিকে আনত,আনলনা!এখন সুরঞ্জনা' দেখলেই আমার রাগ হয় সে কুকুর আনলনা!

সুরঞ্জনা কি করে?  সারাক্ষণ শুধু কুকুর আদর করে!  কুকুর নিয়ে বসে থাকে, এদিক ওদিক যায়, কুকুরের ছবি চায়!

একদিন একটি কুকুর পাশ দিয়ে গেল,  এই কুকুর পাশ দিয়ে গেছে!  সুরঞ্জনা দেখলনা! আমারইতো কুকুর আছে?  তাতে কি হয়েছে?  সব কুকুর দেখতে হয়, একটি কুকুর'ইত হয়!

কুকুর দেখলে সুরঞ্জনা ভয় পায় সে আমি জানতামনা! একদিন একটি কুকুর সামনে দিয়ে গেল, সে দিল লাফ! এই কি হয়েছে?  কুকুর যদি কামড় দেয়! কই তোমারিতো কুকুর আছে?  সে কুকুর কামড়ায়না!

সুরঞ্জনা সারাক্ষণ শুধু হাসে!কথা না বলায় হাসে, কথা বললে হাসে; একদিন একটি কুকুর সামনে দিয়ে গেল!  এই কি হয়েছে?  কুকুর যদি কামড় দেয়! 

সুরঞ্জনার কুকুরের পাশে কোন কুকুর দাঁড়ায় না!দাঁড়ালে মারে ঘেউ! এই কি হয়েছে?  একটি কুকুর পাশ দিয়ে গেছে! তাতে কি হয়েছে?  আমার কুকুর কামড়ায়না, শুধুই ঘেউ মারে!

কুকুরের পাশে কুকুর থাকবে এ'ইতো স্বাভাবিক!  কিন্তু সুরঞ্জনা কুকুরের পাশে কোন কুকুর সহ্য করেনা!

সুরঞ্জনা সারাক্ষণ শুধু হাসে!  এই এত বেশি হাস কেন? কুকুর ঘেউ দিয়েছে! কই আমি তো শুনলামনা?তুমি শুনবেনা, আমার কানের কাছে  ফিসফিস করে  ঘেউ দিয়েছে!

কুকুরের গন্ধ কুকুর শুঁকে, আমি শুকিনা! একদিন বললাম, এই কুকুরের গন্ধ শুঁক কেন? বলে, কই আমি তো শুঁকিনা, কুকুর' পাশে এসে ঘেঁষে!

সুরঞ্জনা কুকুর পোষে সে আমি অনেক আগে থেকেই জানতাম! একদিন কুকুর' র জন্য এক পোটলা গোস্তো নিয়ে গেলাম, কুকুর খেলনা! এই কি হয়েছে?  আমার  কুকুর খাঁটি গরুর গোস্তো ছাড়া খায়না! কই এটাতো খাঁটি গরুর......?  না খাঁটি না, তাহলে গন্ধ কবে কেন! 

কুকুরের পাশে কুকুর ঘুমায় এ তো স্বাভাবিক!  কিন্তু সুরঞ্জনা কোন কুকুর সহ্য করেনা! একদিন এক কুকুর লাথি খেয়ে কোথা পালাল তা' আর দেখা যায়নি! 

সুরঞ্জনার বাড়িতে মোট চার পাঁচটি কুকুর!  কোন কুকুর' সে বেশি আদর করে জানা যায়নি! একদিন একটি কুকুর পাশে এসে বসল, তাকে সে আদর করল, তারপর খাবার দিল, এখন সে এটি নিয়ে ঘুমায়, এটিই মনে হয় আসল কুকুর যেটি সে আদর করে! 

সুরঞ্জনা তুমি যদি কুকুরই পোষবে আমা কেন বলবেনা, আমি তোমার কুকুর হতাম? সুরঞ্জনা কি উত্তর দিয়েছে জানেন? সব কুকুর কুকুর হতে পারেনা, কেঁডি কুত্তাই আসল কুকুর! 

সুরঞ্জনার কুকুরটি লাল। আমি একদিন সাদা করে দেয়ার সিদ্ধান্ত নিলাম! "এই সাদা কোরোনা সাদা করলে আমি চিনব কি করে, তোমার রংইতো লাল!"

সুরঞ্জনার কুকুর গোস্তো খেতে চায়না! তারপরও সুরঞ্জনা খাবাতে চায়, এই কুকুর, সেই কুকুর, আরও কত কি!  তবে কেঁডি কুত্তার গোস্তো তার বেশি পছন্দ!  কেঁডি কুত্তা' গোস্তো খুঁজতে সে বাগানে চলে যায়!

সুরঞ্জনার কুকুরটি আগেও প্রেগন্যান্ট ছিল, এখনও প্রেগন্যান্ট, এটি নিয়ে সে কি করবে খুব চিন্তিত! 

সুরঞ্জনার কুকুরটি ঘাস খায়না! ঘাস খেলে মনে হয় সে ভাল করে ঘাস খাওয়াতে পারত, কারন ঘাস খাওয়ানোর তার বড় শখ!  


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)