গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

সুরঞ্জনা, কি বলব?

 সুরঞ্জনা, কি বলব?

মোঃ আরিফ হোসেন 

                               

সুরঞ্জনা ফুল ভালবাসে

সুরঞ্জনা আমাকে ভালবাসতো! ভালবেসে বলত, আমি তোমাকে ছাড়া বাঁচবনা!অথচ একদিন মরে গেল নিজের অজান্তে! সুরঞ্জনা কি করল? পাহাড়ের কাছে গেল সাপ ধরতে! ধরতে গিয়ে দেখল এক বিরাট সাপ!ঝাঁপিয়ে পড়ল ওটার উপর!  সাপে দিল কামড়, সুরঞ্জনা গেল মরে!  আরে সাপই যদি ধরতে যাবে তবে কেন লাঠি নিলেনা সাথে?  তবে কি মরার ইচ্ছে ছিল গোপনে!  তেমনও তো মনে হয় না! সুরঞ্জনা মনে হয় কোথায় কি দেখেছে!  তানাহলে মরতে যাবে কেন! মরার ইচ্ছা না থাকলে লাঠি নিলনা কেন সাথে! 

সুরঞ্জনাকে আমি অনেক ভাল বাসতাম! ভালবেসে কতবার মরতে চেয়েছি! সুরঞ্জনা মরতে দেয়নি! আজ সুরঞ্জনা মরে গেছে, আজ আমি কি বলব! তাহলে কি সুরঞ্জনা আমাকে ভালবাসতনা?

              

যাক পরীক্ষা হয়ে যাক্: একদিন সুরঞ্জনাকে দেখলাম আম পাড়তে!  আম পাড়তে পাড়তে ক্লান্ত! হঠাৎ এক বিশাল আম পড়ল মাথার উপর'!  সুরঞ্জনা কাত্! এই মরে গেছ? না, মরিনি! তাহলে? তোমার দোয়ায় বেঁচে আছি!

সেই সুরঞ্জনা মরে গেছে!  সুরঞ্জনা তবে কি কারো প্রেমে পড়ল? তেমনওতো শুনিনি! শুনেছি একজনের প্রেমে পড়েছিল, পরে তাকে রিজক্ট করেছে! 

তাহলে সুরঞ্জনা মরল কেন! ও বুঝেছি,  ব্যামো ধরেছে,  মাথার ব্যামো! ওর মাথায় একটা ভূত চাপলে সে আর বাঁচতে পারতনা: ওর এটা করা চাই! শেষ পর্যন্ত সাপ ধরার ব্যামো ধরল! একদিন ক্ষেতের কাছে গিয়ে সাপ দেখে মুগ্ধ, " বিশাল এক সাপ"!  সেই থেকে সাপ ধরার ঝোঁক!  তো সাপ ধরবে লাঠি নিবেনা সাথে? লাঠি ছাড়া কি হয়! ব্যামো ধরেছে, বিশাল বড়  ব্যামো! সাপ ধরার ব্যামো!


সুরঞ্জনাকে নিয়ে এই কবিতাটি লিখব অনেক আগেই ভেবে রেখেছি!  সুরঞ্জনা মরল আজ,  আজ লিখলাম! সুরঞ্জনার মধ্যে কেমন মরবে মরবে ভাব! সেই থেকে কবিতা' লিখার ইচ্ছা!  সুরঞ্জনা মরল আজ, আজ লিখলাম!

সুরঞ্জনা ঘুমাও শান্তিতে, এদিক ওদিক চেয়োনা! তাহলে সাপে কামড় দিবে!

সুরঞ্জনা ঘুমাও শান্তিতে! তোমার উপর সাপের আছর ভর করেছে - এ কথা কখনও ভুলনা!


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)