গুরু মহাশয়
.jpg)
ভালবাসি তোমার মিষ্টি হাসি
মোঃ আরিফ হোসেন
ভালবাসা সুন্দর, ভালবাসা অমায়িক, ভালবাসার কোন তুলনা নেই, ভাল সেই বাসে যার ভালবাসার মত মন থাকে, ভালবাসার বাগানে যদি পাঁচটি ফুল ফোটে সবচেয়ে সুন্দর ফুল' তাকে দিতে হয় যে সবচেয়ে বেশি ভালবাসে।
ভালবাসতে গিয়ে যদি মরণ বরণ করতে হয় তাহলে মরণ' বরণ করে মরতে হয়, তবু' ভালবাসা' না বলতে নেই।
ভালবাসা কি জিনিস শুধু সেই জানে যে মন দিয়ে ভালবাসে।ভালবাসতে গিয়ে মরে গিয়েছেন ইব্রাহিম খলিল। শুধু তিনিই জানেন ভালবাসার মর্ম কত গভীর।
ভালবাসা হাত হয়ে কামড়ায়, পা হয়ে কামড়ায়, পিছনের দু চোখ হয়ে কামড়ায়। তবু ভালবাসা' না বলতে নেই।
ভালবাসা হাটে মেলে, বাটে মেলে, ধজলা ফোরাতের তটে মেলে; ভালবাসা তুমি কি জিনিস বুঝলামনা, বুঝলে একবার ধজলা ফোরাতের তটে মাছ শিকার করতে যেতাম।
ভালবাসার রং সাদা,তবু ভালবাসা সারাক্ষণ শুধু হাসে ; তুমি ( কোন একজনা) আমাকে সেই ভালবাসা দেবে কি যেই ভালবাসার রং সবচেয়ে সুন্দর? জানি দেবেনা।তাইতো তোমার নাম হাসি, সবচেয়ে সুন্দর হাসি, এমন হাসি যে হাসির হয়না তুলনা।
ভালবাসা' নিয়ে কত গল্প করলাম, সবচেয়ে সুন্দর গল্প' করা হলনা:
'ভাল যদি বাসতে হয় মন দিয়ে বাসবে তানাহলে ভালবাসার অথৈ সাগরে তুমি এমনভাবে ডুবে মরবে যে মরা কেউ মরেনি, দেখবে শুধু সাপ আর সাপ, তার একটি সাপ দেখে তুমি এমন ভাবে লাফিয়ে উঠবে যে লাফ কেউ কখনও দেয়নি। '
ভালবাসা অনন্ত, অসীম, অমর, অক্ষয়, অব্যয়, অজর কবিতা।কবি বলেছেন, ভালবাসলে সারাক্ষণ বাসবে, না বাসলে নয়; আমি আজ কতক্ষণ বাসব সেটাই প্রশ্ন।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete