গুরু মহাশয়
.jpg)
ভালবাসার শপথ
মোঃ আরিফ হোসেন
আকাশে তারা ছিল।এখন তারা নেই। সব তারা কোথায় যেন চলে গেছে। হে আমার তারা কোথায় গেলে? কোথাও যাইনি, এখানেই আছি।তাহলে তোমাদের দেখা যাচ্ছে না কেন? আমাদের মাথায় চুল।চুল থাকলে বুঝি দেখা যায়না? এ অনেক চুল, তুমি বুঝবেনা! তাহলে কিছু চুল চেঁছে ফেলি? না না চাঁছা যাবে না, এ চুল পড়ে গেলে গেলে আমরা মরে যাব! তাহলে কিছু চুল ঝেড়ে ফেলি? না না ঝাড়াও যাবেনা।তাহলো তোমাদের চুল তোমাদের মাথায়ই থাক্।
এমনি করে সে ( কোন একজন) আসত এসে বলত কি চাই কি চাই? বলতাম চুল।তখন সে চুল দিতনা, আমি এ গল্প বলতাম।
আমার গল্প কি মিথ্যা? আমার গল্প তো মিথ্যা হতে পারেনা! কতজন তার প্রেমিকার সাথে এমন করল, আমি করিনি; আমার কি হবে?
তোমরা কেউ যদি আমাকে ভাল না বাস আমি মরে যাব, মরে খাটের তলে জায়গা নেব তবু এখানে আসবনা।
হে আমার ভালবাসা তুমি কেন এমন হলে?
ভাল যদি বাসবে মন দিয়ে বাসবে, অথচ একদিনও ভালবাসলেনা, এখন আমার কি হবে?
ভালবাসার নামে শপথ করে বলছি, তুমি আমায় ভালবাসনি...............!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete