গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসা তুমি কেমন আছ?

 

ভালবাসা তুমি কেমন আছ?

মোঃ আরিফ হোসেন 

ভালবাসা এই ফুলের মতই পবিত্র


এখানে  ফুল, এখানে পাপড়ি 

এখানে নদীর ঢেউ, এখানে আকাশের তারা; 

এখানে সব, শুধু তুমি নেই। 


একদিন বলছিলে আসবে আসনি, আজ আবার বললে আসবে, আসলেনা। তাহলে আসবে কবে? আমার মৃত্যুর পরে ?  আমার মৃত্যুর পরে আসার দরকার নেই, আসলে এখুনি আস।


তোমাকে একটা কথা বলি ভালবাসা এমন একটি ফুল যা হাতে নিয়ে আদর করতে হয়।তুমি আদর করছনা শুধু কচলাচ্ছ,  এ তোমার কেমন খেলা?  ভালবাসলে বাস না হয় দূরে সরে যাও!


বহুত দূর হেঁটে এসে মোল্লা নসরুদ্দিন যখন দেখলেন ঘরে খাবার নেই তিনি কি করলেন?  বাগানে গেলেন, বাগানে গিয়ে দেখলেন বাঘ নাচানাচি করতেছে, তার মুখে এক বিরাট পোটলা, এবার  তিনি কি করলেন? বাঘের মুখ থেকে পোটলা কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিলেন, কিছুতেই সম্ভবনা, নসরুদ্দিন কোন রকমে লাঠি একটা যোগাড় করে বাঘকে পিছন থেকে সজোরে আঘাত করলেন, পোটলা পড়ে গেল, বাঘ দৌড়ে  পালিয়ে গেল, নাসিরুদ্দিন পোটলা নিয়ে বাড়ি চলে এলেন-সে কি তুমি জাননা? 


এখন কথা হল ভালবাসলে বাস না হয় এত দূরে সরে যাও যেন তোমার চোখের চাহনি কোথাও দেখা না যায়!


তুমি যদি হাসবেই তাহলে মন ভরে হাসবে,  কাল একটু, পরশু একটু, এমনি করে কি দিন যায়?  ভালবাসলে মনপ্রাণ খুলে বাস যাতে সবাই তা' ভালবাসা কয়।


জাননা ফকির শাহাবুদ্দিন ভালবাসার জন্য তিন দিন তিন রাত সাধনা করেছিলেন, না পেয়ে অজানার উদ্দেশ্যে গন্তব্য বাড়িয়ে ছিলেন? শেষ পর্যন্ত কোথাও কিছু   না পেয়ে এক সাপের গর্তে নিজের স্থান করে নিয়েছিলেন। যখন দেখলেন সাপ, কিছু না পেয়ে থুথু ছিটিয়ে সাপ দূর করেছিলেন।সাপ শাহাবুদ্দিনের থুতু ছিটানো দেখে ভয়ে পালিয়েছিল। 


ভালবাসলে মন দিয়ে বাস, না হয় এত  দূরে সরে যাও যেখানে তোমাকে কেউ দেখতে পায়না; দিনে দুরাকআত নামাজ পড়তে হয়, তুমি পড় পাঁচ রাকআত, পাঁচ রাকআত পড়লে হবে! দুরাকআতই পড়তে হবে!


যখন মনে হবে কেউ তোমাকে ভালবাসেনা ধ্যানে বসে যাবে, এমন এক ধ্যান যেন  কোনদিন ঘুম না ভাঙে!


আলা হযরত কেবলা কি করেছিেলন তা কি তুমি জাননা?  যখন দেখলেন ঘুম আসেনা এমন এক ঘুম দিলেন আর ঘুম ভাঙলনা!


'হায় হায় ভালবাসা তুমি কেন হাসলেনা' বলে কাঁদবে,  সারাক্ষন শুধু কাঁদবে  একদিন  না একদিন ভালবাসা হাসবে!

                            

ভালবাসা কত সুন্দর তা শুধু এই প্রকৃতি জানে

ভালবাসার সাগরে কত পানি, সে কি তুমি জাননা?  সব  পানি শুকিয়ে যাবে কিন্তু ভালবাসার কিছু হবেনা, ভালবাসা যেখানে আছে সেখানেই থাকবে! 

গাছের গোড়ায় পানি ঢেলে যদি কিছু না হয় গাছের আগায় পানি ঢালবে দেখবে গাছের গোড়ায় ফুল ফুটেছে! 

যদি দেখ সাপ বলবে কচ্ছপ, যদি দেখ কচ্ছপ বলবে মহোতসব, এভাবে ভালবাসা হবে!  ভালবাসা হল ভিখারী সে কাউকে না বলে পারেনা-অন্তরের অন্তস্থলে কঠিন সুতার বাঁধনে বেঁধে রাখবে! 


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)