গুরু মহাশয়
.jpg)
শুকতারা তুমি কেমন আছ?
মোঃ আরিফ হোসেন
গতকাল যে সূর্য' উঠেছে পশ্চিম আকাশে সে' তোমার কথা বলেছে। বলেছে তুমি অনেক সুন্দর। তুমি নাকি যা চাও তা" পাও, তোমার নাকি কোন তুলনা নেই, তোমার তুলনা শুধু তুমি। তুমি আমায় একবার বলবে কি তুমি আমা' ভালবাস কি তানাহলে যাব মরি।
সূর্যের রং নাকি গাঢ় লাল হয়, অথচ গতকালের সূর্যের রং ছিল নীলাভ হলুদ; এ সূর্য তোমার সৃষ্টি কি আমা' একবার বলবে কি?
তোমা' দেখলে মনে হয় ফুল ফুটেছে অথচ আজ সবচেয়ে সুন্দর ফুল' ফুটল দক্ষিণ বঙ্গের কার্ণিশ ঘেঁষে। তুমি এ দক্ষিণ বঙ্গে ছিলে কি আমা' একবার বলবে কি?
তোমার কত নাম। সে নামের মহিমা যে আঁকে সেই জানে।আমা' একটি নাম উপহার দেবে কি আমি একবার এঁকে দেখব কেমন!
হারানো ফুলের গন্ধে থাকা যায়না। সবচেয়ে সুন্দর ফুল লাল গোলাপ, তুমি সে লাল ছাড়িয়ে গেছ।
আকাশে শুকতারা, ধ্রবতারা হসনতারা, আরও কত তারা।সবচেয়ে সুন্দর তারা কি তুমি? সে তারা আমা' একবার উপহার দিবে কি?
শোন নাবালিকা ফুল তুমি আর হেসোনা,তুমি হাসলে এ পৃথিবীর কোথা যেন কে না খেয়ে মরে যায় সে কথা কি তুমি জাননা? তুমি আর হেসোনা তুমি হাসলে আমি মরে যাব।
শোন আজ আমি তোমাকে সেই কথা শোনাব যেই কথা শুধু একবার গহীন রাত তার অরণ্যকে শুনিয়েছিল: তুমি যদি মরে যাও আমি মরে যাব, মরে যাব গঙ্গা সাগরে ডুব দিয়ে।
আমি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি এই পৃথিবীর পথে, সবচেয়ে সুন্দর ফুল কি আমা' একবার বলবে কি?
যাহা চাই তাহা পাই
পাইনা শুধু সেই তোমা যাকে বড় আপন করে চাই;
তুমি আমার সে ভালবাসা হবে কি?
গন্ধ রাজের ফুলে কত গন্ধ
সবচেয়ে সুন্দর গন্ধ তোমার ফুলে;
এ ফুলের নাম কি হবে আমা' একবার বলবে কি?
গহীন অরণ্যে হারিয়ে যাওয়ার আগে মানুষ কত কি ভাবে : কেউ ভাবে এখানে ফুল আছে, কেউ ভাবে পাপড়ি আছে, কেউ ভাবে এখানে এখানে জীব জন্তু সাপ আর বিচ্চু, কেউ ভাবে এখানে শুধু ডোরা কাটা দাগ পাওয়া যায়, আমি ভাবি এখানে শুধু ফুল আর ফুল সেই ফুল শুধু তুমি।
ওগো মোর সুন্দর হাসি
সবচেয়ে সুন্দর হাসি' হাসবে কি
তানাহলে যাব মরি!
কতকাল দেখিনি তোমায়
দেখিনি মনের আয়নায়;
মনের জানালায় যদি লুকিয়ে একবার দেখা দিতে কত আনন্দই না হত, সবচেয়ে সুন্দর গোলাপ আমি তোমার ফুলে এঁকে দিতাম, চারিদিকে শুধু ফুল আর ফুলে ভরে যেত।
যদি এমন হয় সামনে তুমি পিছে তুমি ডানে তুমি বামে তুমি সারাক্ষণ শুধু তুমি শুধু তুমি তাহলে কেমন হয়? আমি তোমাকে সে নাম উপহার দেব যে নামের মহিমা চাঁদনি রাতে এঁকেছিল চাঁদের পশরা।
হায় কি করি আজ ভেবে নাহি পাই
সব হারিয়ে কোথা হারিয়ে যাই
শুধু তোমাতে হারাই
সে কথা জানাই
নাহি কোন উপা' নাই
ও আমার প্রিয়া তোমা' গান গাই
কোথা আছ কেমন আছ
একবার দাও ধরা
তানাহলে যাব মরে, যাই মরে যাই।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete