গুরু মহাশয়
.jpg)
শুধু একটি লাল গোলাপ ফুল ( প্রেমের কবিতা)
মোঃ আরিফ হোসেন
তুমি যদি ফুল হতে আমি কি করতাম? আমি কাঁটা হয়ে ফুটতাম।তুমি যদি কাঁটা হতে আমি কি করতাম? আমি দ্বারা হয়ে ফুটতাম। তুমি কিছুই হলেনা আমি কি করি!
তোমাকে কতবার বললাম গতকাল আসতে আসলেনা, আসলে আজ এখন আমি কি করি।তোমাকে নিয়ে ভাবতে গেলেই আকাশে একটি ফুল ফোটে যে ফুলের ফুল নেই, কাঁটা নেই, আগা নেই, গোড়া নেই, তাহলে আমি কি করি!
তুমি মিশরের হাস্নাহেনা দেবী, কলকাতার রাও সিমনা দেবী, উগান্ডার তিলোত্তমা দেবী, সব দেবী তুমি, তোমাকে নিয়ে পারা যায়না তাহলে আমি কি করি!
যতই ভাবি তোমাকে নিয়ে ভাববনা, তোমার কথা বার বার মনে আসে, এখন আমি কি করি!
জঙ্গলের ভিতরে যাই সেখানে কেউ নাই, বাইরেও কেউ নাই, মাঝখানে বিশাল এক উপত্যকা সেখানেও কেউ নাই; তাহলে আছে কোথায়? কোথাও কেউ নাই; তুমি কোথায় আমা' একবার বলবে কি?
চারদিকে জল, মাঝখানে স্থল, মাঝখানে বিশাল এক নদী, সেখানে নাকি তুমি, আসলে তুমি সেথা আছ কিনা আমা' একবার বলবে কি?
তোমার নামে মালা গেঁথে শপথ বাক্য পাঠ করেছি হাজার বছর আগে, আজ সে বাক্য শুকিয়ে গেছে, শুকিয়ে তেজ পাতা হয়ে গেছে, অথচ তুমি ভালবাসলেনা। তোমার এ আচরণের রহস্য কি আমা' একবার বলবে কি? তোমার কথা ভাবতে গেলেই আকাশে চাঁদ ওঠে, ঐ যে ঐ আকাশে চাঁদ দেখা গিয়েছে - আসলেই কি চাঁদ দেখা গিয়েছে, আমা' একবার বলবে কি?
কাল সাপ কামড়িয়ে চলে যায়, এ সাপ কামড়ায়না, এ সাপ ফণা তুলে চেয়ে থাকে -তুমি সে সাপ কিনা আমা' একবার বলবে কি?
এত যে ভালবাসি এর রহস্য কি একটি লাল গোলাপ ফুল? সে ফুল কোথায় বাস করে, কি তার নাম ঠিকানা, কি তার খাওন পিন্দন, চলন-চালন আমা' একবার বলবে কি?
তোমার নামে মালা গেঁথে গঙ্গা সাগরে ভাসিয়ে দিয়েছি হাজার বছর , আজও ফিরে আসলনা, কভু ফিরে আসবে কিনা জানিনা, শুধু জানি তুমি আমার ভালবাসা - তুমি সেই না ফিরার দেশ কি আমা' একবার বলবে কি?
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete