গুরু মহাশয়
.jpg)
মিশর
মোঃ আরিফ হোসেন
যদি কখনও মিশর যাও কি দেখবে তুমি? দেখবে ফুল, পাখি আর নদীর ঢেউ। সেখানে ফুলগুলো হাসে, পাখিরা গায়, নদীগুলো বয়ে যায়। মিশরের নারী তুমি কখনও দেখেছ? দেখনি, দেখলে পাগল হয়ে যাবে : ইয়া বড় বড় চুল, বড় বড় নাক, বড় বড় ঠোঁট, তাদের দাঁতের আগা দেখলে তোমার চিবিয়ে খেতে ইচ্ছে করবে। যদি কখনও মিশর যাও আমাকে সাথে নিয়ে যেও আমি বলে দেব কোন নারী বেশি সুন্দর। মিশরের মেয়েরা বেশি নাচেনা, তারা গান গায়, হরেক রকম আদুলি মাদুলি গান গায়।এসব গানে যে কি মিষ্টি ছড়ানো থাকে শুনলে বুঝতে পারবে।
মিশরের জারুল গাছ অনেক লম্বা হয়।তুমি যদি তার একটি জারুল ধরতে তুমি মনে হয় পাগলই হয়ে যেতে।
মিশরের হাতিগুলি এদিক ওদিক চায়, কলা গাছ ভেউরয়ার মত বয়ে নিয়ে যায়।
মিশরের মেয়েদের সাথে কথা বললে কি অভিজ্ঞতা হবে তোমার তা একটু বলছি: মিশরীয় মেয়েরা প্রথম প্রথম ভালবাসি বলবেনা, একটু সময় পর পর কাছে আসবে, কি যেন চাবে, তাদের ভালবাসি বললে রাগ করবে। মিশরীয় মেয়েরা সাধারণত একটু আনাড়ি হয়, তারা সাধারণত সহজে কাউকে কিছু দিতে চায়না।তুমি যদি কোন মিশরীয় নারী ভালবাস প্রথম প্রথম তার কাছে যাবে, কিছু বলবেনা, কিছু চাইলে দেবে। মিশরীয় নারী' প্রথম প্রথম একটু না বলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। মিশরীয় নারীদের তুমি করে সম্বোধন করবেনা, বলবে, এই এদিকে এসো। মিশরীয় নারীদের একটু জাতপাত অভ্যাস আছে, তারা ভাল মানুষ দেখে সম্পর্ক করে, তারা বেশি খারাপ হলে কেটে পড়ে চলে যায়। মিশরীয় নারী' সাধারণত মাছ খেতে ভালবাসে, তুমি পারলে তাদের পাতে এক টুকরো মাছ তুলে দিবে।মিশরীয় নারীদের নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়!
যাইহোক মিশরের একটি ছাগলকান্ডের ' কথা বলছি।ছাগল' নিয়মিত ঘাস খেত, ঘাস খেতে খেতে কোথায় হারিয়ে যেত খুঁজে পাওয়া যেতনা।একদিন পাওয়া গেল নদীর ধারে, সেখানে গিয়ে দেখা গেল সে ঘাস খায় তবে মিশরী' না বিলেতি!
মিশরের ডোবাগুলি কানায় কানায় পূর্ণ থাকে! এখানে কেউ ডুব দেয়না, ডুব দিলে যদি হারিয়ে যায়!
মিশরীয় নারীদের আরেকটি কথা বলি, এরা কখনও চুল বাঁধেনা, খোঁপা এলিয়ে দেয় তাতে যদি অনেক চুল ধরা পড়ে!
মিশরীয় নারীদের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, এরা রাত বিরাতে বেরিয়ে পড়ে!
যাইহোক মিশরের গল্প তো শেষ হল এবার অন্য গল্প বলি, সে গল্প তুমি মিশর গিয়েও শেষ করতে পারবেনা!সে গল্প, ' ওহে মোর মিশর তুমি কেন আমার হলেনা!'
This comment has been removed by the author.
ReplyDeleteআপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete