গুরু মহাশয়
.jpg)
দুঃখ শুধু দুঃখ
মোঃ আরিফ হোসেন
আমি দুঃখ ভালবাসি আমাকে দুঃখ দাও! এত বেশি দুঃখ দিবে যেন দুঃখের কোন সীমা না থাকে! দুঃখ দিতে দিতে পাগল করে তোল যেন আমি আর কোনদিক নাহি চাই!
কে কাকে দুঃখ দিয়েছিল জানিনা তবে তুমি আমাকে দুঃখ দাও, এত বেশি দুঃখ দিবে যেন দুঃখের সাগরে ভাসতে ভাসতে দুঃখের এক নদী পাড়ি দেই!
দুঃখের একটি নদী আছে সে নদীতে কে সাঁতার কাটে জানিনা, তবে আমার সাঁতার কাটতে ইচ্ছে হয়! কে আমাকে সে নদীতে এগিয়ে দেবে?
দুঃখ তুমি যদি এতই পর হবে তবে সেদিন কেন এসেছিলে যেদিন আমার দুঃখের প্রয়োজন ছিলনা? অথচ আজ আসছনা আজ দুঃখের প্রয়োজন! তুমি কি এতই দুঃখী?
দুঃখ তুমি যদি দুঃখ দেবে এত বেশি দুঃখ দিয়ো যেন কোনদিন তোমার নাম না ভুলি, সারাক্ষণ দুঃখ দুঃখ জপতে থাকি আর বলি, এতদিনে দুঃখ এসেছে!
দুঃখ তোমার আসল নাম কি জানতে বড় ইচ্ছে করে! তোমার নাম বুঝি দুঃখই তানাহলে তোমার এত দুঃখ হবে কেন! দুঃখ তুমি একদিন চুপিচুপি আমাকে তোমার আসল নাম বলে যেও তানাহলে আমার দুঃখ আরও বেড়ে যাবে!
দুঃখ তোমার দুঃখী ভাই কোথায় আমায় একবার বোলো! আমি একদিন তার সাথে দেখা করব, বলব তোমার কত দুঃখ আমায় একবার বলতো আমার অনেক বেশি দুঃখ! না বললে গালে মারব এক চড় তাতে যদি সে দুঃখে কাঁদে!
দুঃখ তোমার আরও অনেক নাম আছে সে আমি জানি! কিন্তু তুমি তোমার আসল নাম আমাকে বলবেনা - এ আমার সবচেয়ে বড় দুঃখ!
দুঃখ তোমার বাড়ীতে আর কে কে থাকে আমায় একদিন বোলো, আমি তাদের সাথে দেখা করব! দেখব কার বেশি দুঃখ! সবচেয়ে বেশি দুঃখওয়ালাকে দুঃখী উপহার দেব!
দুঃখ তোমার বুঝি অনেক দুঃখ তাই বুঝি তুমি এত বেশি কাঁদ? আর কেঁদোনা, কাঁদলে দুঃখ আরও বেড়ে যাবে!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete