গুরু মহাশয়
.jpg)
মোঃ আরিফ হোসেন
হে আমার ঈশ্বর তুমি একবার যদি আমাকে বলতে তুমি কোত্থেকে এসেছ! তোমার কোন জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে তুমি এসেছ কোত্থেকে?
আমার জানতে ইচ্ছে করে তুমি কি হিমালয়ের পাদদেশ থেকে সৃষ্ট হ্রদ থেকে এসেছ, না মিসিসিপি নদীর পাড়ে গড়ে উঠা আমাজন মরুভূমির তীর থেকে এসেছ?তুমি কোত্থেকে এসেছ জানতে বড় ইচ্ছে করে!
তুমি কি খুব সকালে উঠা সূর্যের প্রখর রৌদ্র থেকে এসেছ না শীতের সকালে উঠা সূর্য পড়া ভোরের ঘন কুয়াশা থেকে এসেছ আমার জানতে বড় ইচ্ছে করে?
তুমি কি শালিক পাখির কুহু-কেকা ডাক থেকে এসেছ না তিমির রজনীর গভীর নিদ্রা থেকে এসেছ, আমার জানতে বড় ইচ্ছে করে?
জানি আমি, তুমি কোন কিছুর সৃষ্টি নয়, তোমার সৃষ্টি তুমি নিজে, তুমি এক ও অদ্বিতীয়, তোমার কোন শরীক নেই, তাহলে তোমাকে সৃষ্টি করবে কে?
তুমি এক ও অদ্বিতীয় ঈশ্বর, আল্লাহ, খোদা, তায়ালা, রাব্বুলিজ্জাত, রহমাতুল্লিল আলামীন, তোমা' আবা' সৃষ্টি করবে কে?
হে আমার স্রষ্টা, খোদা, তাআলা, রাব্বুলিজ্জাত তুমি আমাকে ক্ষমা কর! ক্ষমা কর এতক্ষণ যা বললাম তার জন্য! তুমি যদি ক্ষমা না কর কে আছে আমা' ক্ষমা করার?
তুমি ক্ষমা করবে বলেই তো আমি হাসি, গাই, ফূর্তি করি, যা ইচ্ছা তা করি, যখন যেখানে খুশি সেখানে দম ফেলি!
তোমার ক্ষমা পাব বলেই তো আমি স্কুলে যাই আবার স্কুল থেকে ফিরে আসি দেখি কেহ নাই!
তোমার ক্ষমা আছে বলেই তো গাছ মাছ ধরে, মাছ গাছ ধরে, আবার পানিত্' ছেড়ে দেয়!
তোমার ক্ষমা আছে বলেই কি পাখি গাছের আগায় উঠে গান করে, আবার এ গাছ থেকে ও গাছ' হারিয়ে যায় আমায় একবার বললেনা!
তুমি আমাকে ক্ষমা কর! তুমি যদি ক্ষমা না কর ক্ষমা করবে কে এমন কেহ কি আছে?
তুমি যে সকল ক্ষমার ক্ষমা, আনন্দের আনন্দ, মহিয়সীর মহিয়সী তোমার ক্ষমার অযোগ্য আমি কোনদিনই হতে পারিনি, হতে পারবনা! তুমি আমাকে ক্ষমা কর তোমার ক্ষমার মুখের দিকে চেয়ে!
যে গুনে ক্ষমা কর মায়ের ডাক,শিশুর হাসি, প্রনব, ভট্ট, আর্য'' সে গুনে আমা' ক্ষমা কর!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete