গুরু মহাশয়
.jpg)
তুমি শুধু একজন'
মোঃ আরিফ হোসেন
কখন কোথায় ফুলটি ফুটেছিল কেউ জানেনা।তবে ফুলটি গোলাপ ছিল।সে ফুল' তুমি আমাকে দিলে।আমি তোমাকে কি দেই?
আমি তোমাকে দিলাম মিশরীয় নীল পদ্ম তুমি এটি বুকের ভেতর ভরে রেখো।বুকের ভেতর যদি না ভর তাহলে কোথায় ভরবে? তোমার জন্যই এ জীবন সে কি তুমি জাননা? তাহলে বুকের ভেতর ভরবেনা তো কোথায় ভরবে? তোমার জন্যই হাসি, তোমার জন্যই কাঁদি, তোমার জন্যই খেলিয়া বেড়াই, তাহলে তুমি বুকের ভেতর ভরবেনা তো কোথায় ভরবে?
তুমি আমাকে বল কাল সকালে আসবে কিনা, কাল ফুটবে বিশাল এক লাল গোলাপ, এটি মিশরেরটির চেয়েও বড়। তুমি আমাকে বল তুমি আসবে কিনা, আমি যে তোমার অপেক্ষায় থাকব।
তুমি হাজার জনের মাঝে একজন সে কি আমি ভুলে গেছি? ভুলিনি, সে আমি ভুলতে পারিনা ।কাজেই তুমি কাল সকালে খুব তাড়াতাড়ি এসো, আমি যে তোমার অপেক্ষায় থাকব।
দুদিনের এ' দুনিয়া, কে কার? কেউ কারো নয়।তুমি শুধু আমার থেকো, তোমার জন্যই এ জীবন।
তোমার জন্যই ফুল ফোটে, তোমার জন্যই পাখি গায়, তোমার জন্যই ফুল সুখনিদ্রা যায়-সে কি তুমি জাননা? জান, তারপরও তুমি আসনা।কাল সকালে তুমি খুব তাড়াতাড়ি এসো।
তোমার নাম হাস্নাহেনা, চামেলি, কদম -এ কে দিয়েছিল? আমি। সে তুমি জাননা।এ তুমি কাউকে বলবেনা।
যদি এমন হয় পৃথিবীতে কোথাও কেউ নেই, সব কোথায় যেন চলে গেছে, আমরা দুজন কোথায় বাসা বাঁধব? সুন্দর বন -সে তুমি কাউকে বলবেনা।
Comments
Post a Comment