গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

শুধু তোমার জন্য

 শুধু তোমার জন্য 

মোঃ আরিফ হোসেন                                                

সে কি চাচ্ছে

সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে। তুমি কি খাও, কি কর, কি গায়' দাও।তোমার কথা মনে পড়লেই আমি কেমন জানি হয়ে যাই।মনে পড়ে তোমার একটি পোষা কুকুর ছিল, সেটি তোমার কাছে আসত, তুমি লাথি মারতে। তোমার সে পোষা কুকুর' কোথায়? সেটি কি এখনও বেড়ালের গোস্তো খায়? পোষা কুকুরটির কথা মন পড়লে আমার কেমন জানি লাগে । এটি আমার কাছে আসত, দুয়ার ঘেঁষে বসত, কিছু না পেলে খেঁক খেঁক করত।পোষা কুকুর' আমারও খুব প্রিয়।এটি আমার কাছে আসত কি যেন চাইত, আমি দিতে পারতামনা, আমার খুব খারাপ লাগত।পোষা কুকুর' এখনও কি আছে?  এটির যত্ন নিও।পোষা কুকুরটি' খুব খেয়ালিপনা ছিল, এটি আঘাত কোরোনা।

শোন ভালবাসা এমন এক জিনিস যা কখনও হারায়না।তুমি ভালবাস মুখে, ভালবাসা বুকে বলতে হয়।তুমি যদি কাউকে ভালবাস এমনভাবে বাসবে যেন সে পাগলের মত ছুটে আসে।ভালবাসা' কখনও না বলতে নেই। ভালবাসা' না বললে সে না হয়ে যায়। ভালবাসলে মন দিয়ে বাসবে। 

শোন যখন বয়স কম ছিল তোমার ভালবাসার ফুরসৎ ছিলনা। এখন বয়স বেশি এখন বেশি করে ভালবাসো।ভালবাসা পুতপবিত্র জিনিস একে খুব যতনে আগলে রেখো।

ভালবাসলে মন দিয়ে বাসবে সে আমি আগেই বলেছি।তোমাকে যদি কেউ ভালবাসে সাড়ে তিন দিন ঘোরাবে। তিন দিন এর দিন' যদি বলে ভালবাসি তাহলে গ্রহণ করবে। ভালবাসা হল আগুন একে পকেটে পুরে রাখতে হয়, যদি পড়ে যায়।

ভালবাসলে মন দিয়ে বাসবে সে অন্য কথা। এবার আরেক কথায় আসি তোমার যে দাঁত পড়ে গিয়েছিল সেটি কি আছে?  সেটি ঠিক করেছ? সেটি ঠিক না করে থাকলে আমার কাছে এসো, এখানে বড় বৈদ্য ডাক্তার আছে, সে আলগা দাঁত ঠিক করে দিবে।

শোন ঘরের মধ্যে সারাক্ষণ বাতি জ্বালিয়ে রাখবে না হলে মন হবে কেহ নাই। ভুলেও শোবার ঘরের পাশে বাতি জ্বালাবেনা, তাহলে শয়তান এসে বাসা বাঁধতে পারে। 

তোমার যে খাটিয়া আলনা আছে এগুলো আলগা করে রাখবে, কখন কোথায় নেয়া লাগতে পারে বলা তো যায়না।

শোন রাত বারটার সময় ঘুমাতে যাবে। বারটার আগে আগে ভুলেও ঘুমাতে যোয়োনা। তানাহলে সব উলট-পালট  হয়ে যেতে পারে। 

আমি তোমাকে ভালবাসি এ কথা মনে রেখো। এ কথা মনে না রাখলে তোমার মৃত্যু হবে। মৃত্যু' এভয়েড করতে হয়।


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)