গুরু মহাশয়
.jpg)
কবি সুফিয়া কামাল বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য কবি। তাঁর কবিতায় আমাদের দেশপ্রেম, মাতৃসদন, ভালবাসা,বিদ্রোহ সব শিখায়।সুফিয়া কামাল আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। সুফিয়া কামাল এর কবিতায় নারীবাদীতা স্পষ্ট জায়গা করে নিয়েছে।সুফিয়া কামাল নারীর প্রতিষ্ঠায়নের পক্ষে সবসময় কলম সচল রেখেছেন।সুফিয়া কামাল প্রেম, বিরহ বিদ্রোহ সব নিয়ে কবিতা লিখেছেন।সুফিয়া কামাল আমাদের কিভাবে বাঁচতে হয়, শিখিয়েছেন।
কবি সুফিয়া কামাল এর 'জন্মেছি এই দেশে' কবিতা নিয়ে আলোচনা:
কবি সুফিয়া কামাল এর 'জন্মেছি এই দেশে' কবিতাটি নিম্নরূপ:
জন্মেছি এই দেশে
সুফিয়া কামাল
অনেক কথার গুঞ্জন শুনি
অনেক গানের সুর
সবচেয়ে ভাল লাগে যে আমার
'মাগো' ডাক সুমধুর।
আমার দেশের মাঠের মাটিতে
কৃষাণ দুপুর বেলা
ক্লান্তি নাশিতে কন্ঠে যে
তার সুর লয়ে করে খেলা।
মুক্ত আকাশে মুক্ত মনের
সেই গান চলে ভেসে
জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে।
এই বাংলার আকাশ-বাতাস
এই বাংলার ভাষা
এই বাংলার নদী, গিরি-বনে
বাঁচিয়া মরিতে আশা।
শত সন্তান সাধ করে এর
ধূলি মাখি সারা গায়
বড় গৌরবে মাথা উঁচু করি
মানুষ হইতে চায়।
'জন্মেছি এই দেশে' সুফিয়া কামাল এর একটি বিখ্যাত কবিতা। এ কবিতায় কবি তাঁর জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা, ভ্রাতৃত্ববোধ, ভালবাসা জানিয়েছেন।জন্মভূমি তাঁকে আলো, বাতাস, বায়ু, পানি দিয়ে মানুষ করেছেন -কবি কবিতায় এ কথা বলেছেন। জন্মভূমি তাঁর প্রতি সদা শ্রদ্ধাশীল এ কথা তিনি কবিতায় বলেছেন। কবি বলেছেন, জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে' কবি এখানে জন্মভূমির প্রতি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এখানে মরতে চেয়েছেন।এ কবিতায় জন্মভূমির প্রতি কবির অগাধ দেশপ্রেম ফুটে উঠেছে। কবি নির্দিধায় বলেছেন, এই বাংলার নদী, গিরি-বনে বাঁচিয়া মরিতে আশা-এখানে জন্মভূমির প্রতি কবির গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে। কবি এখানেই বাঁচতে চান, এখানেই মরতে চান।কবি এখান' ভালবেসেছেন এখানেই থাকতে চান।
'জন্মেছি এই দেশে' কবি সুফিয়া কামাল এর দেশপ্রেমের একটি অনন্য কবিতা। আমরা এই কবিতা থেকে সুফিয়া কামাল এর মত দেশপ্রেম এর শিক্ষা নেব।
Comments
Post a Comment