গুরু মহাশয়
.jpg)
মোঃ আরিফ হোসেন
হে আমার ঈশ্বর কবে কোন ফুটেছিল তুমি আমাকে বল।আমি সবচেয়ে সুন্দর ফুল' দেখতে যাব।দেখব সেটি কত সুন্দর, সুন্দর ফুল দেখা যে আমার শখ।ঈশ্বর তুমি আমাকে বানিয়ছ তা আমি জানি। বানিয়েছ মাটি থেকে। তুমি আমাকে হীরা, পান্না, জহর থেকে সৃষ্টি করতে পারলেনা, তাহলে তো আমার অনেক দাম হত?হীরা, পান্না, জহর এর অনেক দাম, সে তোমার জানা ছিলনা? চারিদিকে শুধু হীরা, পান্না, জহর, এত হীরা, পান্না, জহর তুমি পেলে কোথা'? তুমি আমাকে হীরা, পান্না, জহর থেকে সৃষ্টি করতে পারলেনা, তাহলে তো আজ আমাকে এত দুঃখ বয়ে বেড়াতে হতনা?
আবার যদি কাউকে সৃষ্টি কর হীরা, পান্না, জহর থেকে সৃষ্টি কোরো, হীরা, পান্না, জহর এর অনেক দাম -এ ভুললে চলবেনা!
ঈশ্বর তুমি আছ, আমি কি অস্বীকার করি? তাহলে আমাকে এত দুঃখ দিচ্ছ কেন! হে আমার ঈশ্বর দোহাই তোমার আবার যদি এই আমাকে সৃষ্টি কর হীরা, পান্না, জহর থেকে সৃষ্টি কোরো, হীরা, পান্না, জহর এর অনেক দাম।
ঈশ্বর তুমি আমাকে আর যাই কর নদীতে ফেলে মেরোনা।নদীতে ফেললে আমি মরে যাব। নদীত' অনেক পানি, এ আমি সইতে পারবনা।
ঈশ্বর কাউকে যদি কিছু দান কর মন ভরে করবে যেন তার কোনদিন কোনকিছু' অভাব না হয়।ঈশ্বর, তুমি ঈশ্বর এ ভুলে গেলে চলবে? চলবেনা, কাউকে কোনকিছু দান করলে মন ভরে করবে। আজ আমার অভাব তা কি তুমি জাননা? তাহলে এ আমাকে কি দিলে, শুধু অভাব? ঈশ্বর, তুমি ঈশ্বর এ ভুলে গেলে চলবেনা।
ঈশ্বর দোহাই তোমার আমার কোন কথায় পাপ নিয়োনা।আমি যে এক নালায়েক আমি কি তোমার সমীপে পাপ করতে পারি? হে আমার ঈশ্বর তুমি আমাকে ক্ষমা কর, ক্ষমা কর দুহাত জো' করে। হে আমার ঈশ্বর, তুমি ঈশ্বর -এ ভুলে গেলে চলবেনা।
Comments
Post a Comment