গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

দি ডগ


দি ডগ

মোঃ আরিফ হোসেন 

                      

দি ডগ

কুকুর এর গন্ধে থাকা যায়না। কেন যেন মরা কুকুর একটা এখানে এনে ফেলে রেখেছে। এটি আমি দেখেছি হিজলার পাড়ে, কে যেন এনে ফেলে রেখেছে। তার কি কোন কাজ নাই, সে এখানে এনে ফেলছে কেন!

কুকুর যেখানে থাকে কুকুর এর গন্ধে এমনিতেই  থাকা যায়না। আমি যখন চট্টলা ছিলাম সেখানেও কুকুর একটা ছিল।সে সারাক্ষণ গন্ধ কোতো।তার গায়ে দিয়ে কি যেন সাপ বের হত, তার গন্ধে থাকা যেতনা।কেউ যখন কুকুর এর  সাথে মিশত তার কথা মনে পড়ত, সবাই বলত এই সর্ সর্।কুকুর আসলেই এক নাজায়েজ প্রাণী। 

কুকুর নিয়ে আরও গবেষণা করেছি। কেউ একজন নাকি কুকুর মারতে গিয়ে নিজেই মরেছে। কুকুর এর পায়ে যখন ধরল কুকুর দিল এক লাফ্, লোকটি গেল পড়ে। কুকুর  এর নখের আঁচড় পায়ে লেগে গেল ।সেই থেকে লোকটি অসুস্থ, এখন শুধু কাতরায়।কখন মরে ঠিক নাই।

কুকুরের কামড় খেয়ে মরেছে এ এক সাধারণ ঘটনা।একজন তো কুকুর কামড়াতে  গিয়ে নিজেই কামড় খেল।যখন কুকুর' আর সামলানো যাচ্ছিলনা, দিল এক কামড়, সেই বিষ এখনও আছে। 

কুকুর দেখলে বেশি তোড়জোড় করবেনা, হা হা রে রে বলবে। কাছে আসলে বিষ্কুট পানি দিয়ে বিদায় করবে।

কুকুর আসলেই এক নির্জিব প্রাণী। এটি সারাক্ষণ শুধু ঘেউ ঘেউ করে, কিন্তু কথা বলেনা।কুকুর এর খাবার কুকুর খায়, মানুষ এর খাবার খায়না।

কুকুর যখন হাঁপাতে থাকে কেউ লাথি মেরোনা।তাহলে সে কামড় দিবে, তখন তার গোস্ত খাওয়ার শখ।


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)