গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

হে আমার ঈশ্বর

 হে আমার ঈশ্বর  

মোঃ আরিফ হোসেন 

ঈশ্বর এর বিশেষ সৃষ্টি পাহাড়


হে আমার ঈশ্বর আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে। যে গুনে ক্ষমা কর পাহাড়, পর্বত, নদী' সে গুনে ক্ষমা কর।  তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব!

তোমার ক্ষমা পাবে বলে রাত জেগে তারা আলো দেয়, পাহাড়েরা দূর পাহাড়ের কাছে রাত জেগে নিশি জাগে । অথচ তুমি আমায় ক্ষমা করলেনা।তুমি ক্ষমা করলে কিইনা হত: 'এই তো প্রেম এই তো ভালবাসা', সব প্রেম এক জায়গায় বাঁধা পড়ত; তুমি আমায় ক্ষমা করলেনা আমার প্রেমের কি হবে! 


তোমার ক্ষমা পাবে বলে একটি কাক শালিক' ডাহুক বলে, অথচ তুমি আমায় ক্ষমা করলেনা, এখন তার কি হবে! 


একবার তুমি আমায় ক্ষমা কর দেখি কি হয়: সূর্য ডুবে অস্তচাঁদে, পৃথিবীর ফুলগুলো হারিয়ে যাবে নদীর ধারে?  একবার ক্ষমা কর দেখি কি হয়! 


তোমার ক্ষমা যার ভাগ্যে জোটেনা তার কোন কাজ নেই; আজ আমার কোন কাজ নেই, তুমি আমায় একবার ক্ষমা কর দেখি কি হয়!

তোমার ক্ষমার জন্য পথ চেয়ে বসে আছি হাজার বছর, একদিন নদীর ধারে গিয়েছিলাম, প্রায় পড়ে  যাচ্ছিলাম, তুমি আমায় একবার ক্ষমা কর দেখি কি হয়! 


তোমার ক্ষমা শুধু তোমার সমতুল্য। তুমি যে এক, আল্লাহ, বিধাতা, তোমার কোন তুলনা নেই ; তুমি আমায় ক্ষমা কর তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব! 

এইতো সেদিন তুমি আমার ছিলে, আজ তুমি নেই ; আস আস আমার দ্বার' আস, আর ক্ষমা কর নিজ মুখে, বসে।


Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)