গুরু মহাশয়
.jpg)
হে আমার ঈশ্বর
মোঃ আরিফ হোসেন
হে আমার ঈশ্বর আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে। যে গুনে ক্ষমা কর পাহাড়, পর্বত, নদী' সে গুনে ক্ষমা কর। তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব!
তোমার ক্ষমা পাবে বলে রাত জেগে তারা আলো দেয়, পাহাড়েরা দূর পাহাড়ের কাছে রাত জেগে নিশি জাগে । অথচ তুমি আমায় ক্ষমা করলেনা।তুমি ক্ষমা করলে কিইনা হত: 'এই তো প্রেম এই তো ভালবাসা', সব প্রেম এক জায়গায় বাঁধা পড়ত; তুমি আমায় ক্ষমা করলেনা আমার প্রেমের কি হবে!
তোমার ক্ষমা পাবে বলে একটি কাক শালিক' ডাহুক বলে, অথচ তুমি আমায় ক্ষমা করলেনা, এখন তার কি হবে!
একবার তুমি আমায় ক্ষমা কর দেখি কি হয়: সূর্য ডুবে অস্তচাঁদে, পৃথিবীর ফুলগুলো হারিয়ে যাবে নদীর ধারে? একবার ক্ষমা কর দেখি কি হয়!
তোমার ক্ষমা যার ভাগ্যে জোটেনা তার কোন কাজ নেই; আজ আমার কোন কাজ নেই, তুমি আমায় একবার ক্ষমা কর দেখি কি হয়!
তোমার ক্ষমার জন্য পথ চেয়ে বসে আছি হাজার বছর, একদিন নদীর ধারে গিয়েছিলাম, প্রায় পড়ে যাচ্ছিলাম, তুমি আমায় একবার ক্ষমা কর দেখি কি হয়!
তোমার ক্ষমা শুধু তোমার সমতুল্য। তুমি যে এক, আল্লাহ, বিধাতা, তোমার কোন তুলনা নেই ; তুমি আমায় ক্ষমা কর তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব!
এইতো সেদিন তুমি আমার ছিলে, আজ তুমি নেই ; আস আস আমার দ্বার' আস, আর ক্ষমা কর নিজ মুখে, বসে।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete