গুরু মহাশয়
.jpg)
তোমার ক্ষমা তোমার কাছে
মোঃ আরিফ হোসেন
তুমি কি চাও তুমি জাননা।সব জানে তোমার আল্লাহ। আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছে তখন এমনভাবে সৃষ্টি করেছে তোমার সবকিছু আল্লাহর তত্ত্বাবধানে থাকবে। আল্লাহ তোমাকে ভাত দিয়েছে, কাপড় দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। এমন কিছু নাই যা দেয়নি।আল্লাহ তোমার পালনকর্তা, ত্রাণকর্তা, দাতা।আল্লাহই তোমার ইহকাল ও পরকালের মালিক। আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছে তখন বলেছে আগুন তুই পানি হয়ে যা পানি তুই আগুন হয়ে যা।আগুন পানি হয়ে গেছে, পানি আগুন হয়ে গেছে। সেখান থেকে মাটির সৃষ্টি। সেই মাটি থেকে তোমার সৃষ্টি। তুই কখনও ভেবোনা তুমি আজ যা আছ তা থাকবে। একদিন মাটি জমিন হবে, জমিন বাতাস হবে। তুমি কোত্থেকে এসেছো কিছুই জানবেনা।তোমাকে শুধু বাতাস করা হবে। সেই বাতাসে থাকবে সুগন্ধি ফুল।তুমি এমন ভাবে হাঁটবে হাঁটার শব্দ কেউ পাবেনা।তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরিয়ে নেয়া হবে। তুমি যে মাটির থেকে এসেছ সেই মাটির সাথে তোমাকে মিশিয়ে দেওয়া হবে। তুমি হবে ধূলোবালি আর খয়কুটা।
তোমার যে প্রতিপালক আছেন তিনি তোমার সাথে হাসবেন।তিনি কখনও কথা বলবেননা।তিনি তোমার দিকে চেয়ে থাকবেন, তুমি তার দিকে চাইবেনা।
তোমার ইহকাল পরকাল দুজগতের হিসাব হবে। হিসাব হবেনা তোমার নানা কর্মের। যে কর্মের সাথে এমন কেউ জড়িত যে কখনও পরছিলনা, ছিল আপন, চির আপন।
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete