Posts

Showing posts from June, 2025

গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

তোমার ক্ষমা তোমার কাছে

Image
 তোমার ক্ষমা তোমার কাছে  মোঃ আরিফ হোসেন  তুমি কি চাও তুমি জাননা।সব জানে তোমার আল্লাহ। আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছে তখন এমনভাবে সৃষ্টি করেছে তোমার সবকিছু আল্লাহর তত্ত্বাবধানে থাকবে। আল্লাহ তোমাকে ভাত দিয়েছে, কাপড় দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। এমন কিছু নাই যা দেয়নি।আল্লাহ তোমার পালনকর্তা, ত্রাণকর্তা, দাতা।আল্লাহই তোমার ইহকাল ও পরকালের মালিক। আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করেছে তখন বলেছে আগুন তুই পানি হয়ে যা পানি তুই আগুন হয়ে যা।আগুন পানি হয়ে গেছে, পানি আগুন হয়ে গেছে। সেখান থেকে মাটির সৃষ্টি। সেই মাটি থেকে তোমার সৃষ্টি। তুই কখনও ভেবোনা তুমি আজ যা আছ তা থাকবে। একদিন মাটি জমিন হবে, জমিন বাতাস হবে। তুমি কোত্থেকে এসেছো কিছুই জানবেনা।তোমাকে শুধু বাতাস করা হবে। সেই বাতাসে থাকবে সুগন্ধি ফুল।তুমি এমন ভাবে হাঁটবে হাঁটার শব্দ কেউ পাবেনা।তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরিয়ে নেয়া হবে। তুমি যে মাটির থেকে এসেছ সেই মাটির সাথে তোমাকে মিশিয়ে দেওয়া হবে। তুমি হবে ধূলোবালি আর খয়কুটা। তোমার যে প্রতিপালক আছেন তিনি তোমার সাথে হাসবেন।তিনি কখনও কথা বলবেননা।তিনি তোমার দিকে চেয়ে থাকবেন, তুমি তার দিকে চাইবেনা...