গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

প্রিয়তমা (৩)


 প্রিয়তমা

মোঃ আরিফ হোসেন 

প্রিয়তমাকে দিবেন এ রকম ফুল উপহার

প্রিয়তমা কতদিন দেখিনা তোমায়। দেখা হয়না, কথা হয়না, হয়না কোন গান;যে গান শুনে তুমি পাগল হয়েছিলে সে গান কতদিন গাওয়া হয়না।

তুমি বুঝি এখনও নদীর ধারে যাও যেখানে ফুল ফুটত;একটি ফুল দেখে তুমি পাগল হয়ে গিয়েছিলে।

প্রিয়তমা তোমার কথা ভাবতে গেলেই কোমন জানি লাগে ; দুচোখ ভরে ঝড় আসে, সে ঝড়ে ওলট-পালট হয়ে যায় পৃথিবী। 

প্রিয়তমা তুমিই বুঝি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল তাই এমন লাগে? 

প্রিয়তমা এখন আর সে গল্প কোরোনা যে গল্প শুনে কাক, ক্যাকড়া, ভোমরা পাগল হয়ে ছুটে আসত।

প্রিয়তমা এখন শুধু ভূতের গল্প কোরো কারন ভূত এখন আমাদের চারদিকে হা হা রব তুলতেছে।

প্রিয়তমা আর বেশি কথা বলবনা, বেশি কথা বললে তুমি পাগল হয়ে যাবে ; কেউ কি তার প্রিয়তমা' পাগল দেখতে চায়!





Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ