গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ওগো মোর স্বর্গদেবী

 

ওগো মোর স্বর্গদেবী

মোঃ আরিফ হোসেন 


এই ফুলের মাঝে স্বর্গদেবী ঘুমায়

তুমি আল্লাহ, তুমি খোদা, তুমি ঈশ্বর, তুমি বিধাতা।তোমার কোন নাম নেই তারপরও আমি নাম ধরে ডাকি, ' ওহে মোর বিধানদাতা।বিধির বিধান সুন্দর হয় তোমার বিধান কি জিনিস তাহা বুঝতে আমার সময় লেগেছে হাজার বছর তারপরও তুমি আমার ' বিধানদাতা, ওহে মোর  বিধানদাতা'।

বিধিই যদি হবে এত চুপ কেন! একবার  সাড়া দাও । তোমার সাড়া না পেলে যে সব নাই মনে হয়। 

তুমি উত্তরে, তুমি দক্ষিণে, তুমি পূর্বে, তুমি পশ্চিমে, তুমি সর্বত্র -এ কি তুমি ভুলে গেছ? এ তুমি ভুলনা।এ ভুললে তোমার ভুল হবে। তুমি ভুল করলে  কি হয়! ভুল তোমাকে মানায়না এ তুমি সবসময়  মনে রেখো। 

তোমার নামের পরে কোন নাম নেই, তুমি এক, অদ্বিতীয়, অবিনিত, অবিনশ্বর পিতা, তোমার পর' আর কেহ নেই -এ তুমি  মনে রেখো। তুমি শুধুই তুমি, তোমার তুল্য আর কেহ নেই -এ তোমার তকমা, খঞ্জণা, ব্যঞ্জনা, সারদা -এ তুমি তোমার  মনের ডায়েরীতে স্বর্ণাক্ষরে লিখে  রেখো। 

তুমি যদি মরে যাও আমি কিভাবে মরব-এ আমার চিন্তা- এ চিন্তা  তুমি কিভাবে দূর করবে সে আমাকে একবার কানে কানে  বলে  যেয়ো।




Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)