Posts

Showing posts from May, 2025

গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ওগো মোর স্বর্গদেবী

Image
  ওগো মোর স্বর্গদেবী মোঃ আরিফ হোসেন  তুমি আল্লাহ, তুমি খোদা, তুমি ঈশ্বর, তুমি বিধাতা।তোমার কোন নাম নেই তারপরও আমি নাম ধরে ডাকি, ' ওহে মোর বিধানদাতা।বিধির বিধান সুন্দর হয় তোমার বিধান কি জিনিস তাহা বুঝতে আমার সময় লেগেছে হাজার বছর তারপরও তুমি আমার ' বিধানদাতা, ওহে মোর  বিধানদাতা'। বিধিই যদি হবে এত চুপ কেন! একবার  সাড়া দাও । তোমার সাড়া না পেলে যে সব নাই মনে হয়।  তুমি উত্তরে, তুমি দক্ষিণে, তুমি পূর্বে, তুমি পশ্চিমে, তুমি সর্বত্র -এ কি তুমি ভুলে গেছ? এ তুমি ভুলনা।এ ভুললে তোমার ভুল হবে। তুমি ভুল করলে  কি হয়! ভুল তোমাকে মানায়না এ তুমি সবসময়  মনে রেখো।  তোমার নামের পরে কোন নাম নেই, তুমি এক, অদ্বিতীয়, অবিনিত, অবিনশ্বর পিতা, তোমার পর' আর কেহ নেই -এ তুমি  মনে রেখো। তুমি শুধুই তুমি, তোমার তুল্য আর কেহ নেই -এ তোমার তকমা, খঞ্জণা, ব্যঞ্জনা, সারদা -এ তুমি তোমার  মনের ডায়েরীতে স্বর্ণাক্ষরে লিখে  রেখো।  তুমি যদি মরে যাও আমি কিভাবে মরব-এ আমার চিন্তা- এ চিন্তা  তুমি কিভাবে দূর করবে সে আমাকে একবার কানে কানে  বলে  যেয়ো।

কৃষ্ণচূড়া

Image
কৃষ্ণচূড়া মোঃ আরিফ হোসেন   কৃষ্ণচূড়া ফুটেছে,  লাল হয়ে ফুটেছে,  চারিদিকে ফুটেছে,  গোলাপ হয়ে ফুটেছে। কৃষ্ণচূড়া লাল এ কথা কি আমার মন জানতনা?  জানত।তারপরও 'কৃষ্ণচূড়া ফুটেছে, লাল হয়ে ফুটেছে'।  কৃষ্ণচূড়ার  গায়ে পানি ঢাললে কি হয়? চারিদিকে শুধু থরে বিথরে ছড়িয়ে যায়; তাইতো ' কৃষ্ণচূড়া ফুটেছে, লাল হয়ে ফুটেছে '।  কৃষ্ণচূড়া তুমিই বুঝি সুন্দর! কৃষ্ণচূড়ার গায়ে আগুন জ্বাললে কি হয়? সে কাঁদেনা, সারাক্ষণ  শুধু হাসে। আজ শুধু হাসতেই আছে ; হায় এ কৃষ্ণচূড়ার কি হবে? কৃষ্ণচূড়া তোমার বুঝি অনেক দুঃখ?  তাইতো তুমি লাল হতে হতে লাল গোলাপের মত অঙ্গার হয়ে গেছ?  কৃষ্ণচূড়া, এত বেশি লাল হতে নেই!  বেশি লাল হলে মানুষ খারাপ বলবে! দ্যাখোনা পশ্চিম আকাশে সূর্য উঠেছে, কত লাল! এত লাল মানুষ দেখতে পারেনা! কৃষ্ণচূড়া শেষ বারের মত মনের কথা' কই, "তুমি হলে আমার সবচেয়ে সুন্দর ভালবাসা,  এ ভালবাসা তুমি হেলায় ফেলে দিয়োনা"। 

প্রিয়তমা (৩)

Image
 প্রিয়তমা মোঃ আরিফ হোসেন  প্রিয়তমা কতদিন দেখিনা তোমায়। দেখা হয়না, কথা হয়না, হয়না কোন গান;যে গান শুনে তুমি পাগল হয়েছিলে সে গান কতদিন গাওয়া হয়না। তুমি বুঝি এখনও নদীর ধারে যাও যেখানে ফুল ফুটত;একটি ফুল দেখে তুমি পাগল হয়ে গিয়েছিলে। প্রিয়তমা তোমার কথা ভাবতে গেলেই কোমন জানি লাগে ; দুচোখ ভরে ঝড় আসে, সে ঝড়ে ওলট-পালট হয়ে যায় পৃথিবী।  প্রিয়তমা তুমিই বুঝি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল তাই এমন লাগে?  প্রিয়তমা এখন আর সে গল্প কোরোনা যে গল্প শুনে কাক, ক্যাকড়া, ভোমরা পাগল হয়ে ছুটে আসত। প্রিয়তমা এখন শুধু ভূতের গল্প কোরো কারন ভূত এখন আমাদের চারদিকে হা হা রব তুলতেছে। প্রিয়তমা আর বেশি কথা বলবনা, বেশি কথা বললে তুমি পাগল হয়ে যাবে ; কেউ কি তার প্রিয়তমা' পাগল দেখতে চায়!